Eken Babu’s Author Sujan Dasgupta Death: ফ্ল্যাট থেকে উদ্ধার নিথর দেহ, 'একেনবাবু' স্রষ্ঠা সুজন দাশগুপ্তের মৃত্যু
বুধবার সকালে সুজন দাশগুপ্তের ফ্ল্যাটে আসেন পরিচারিকা। বার বার কলিংবেল বাজিয়েও কারও সাড়া মেলেনি। এরপর তিনি ওই বহুতলের নিরাপত্তা রক্ষীদের ডাকেন।
কলকাতা, ১৮ জানুয়ারি: একেন সেন (Eken Sen) স্রষ্ঠা সুজন দাশগুপ্তের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার কলাকাতর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুজন দাশগুপ্তের মৃতদেহ। কীভাবে মৃত্যু হল একেনবাবু স্রষ্ঠার, তা খতিয়ে দেখছে পুলিশ। আমেরিকাবাসী সুজন দাশগুপ্ত বেশ কয়েক মাস ধরে কলকাতায় ছিলেন। কলকাতায় থাকাকালীন কীভাবে সুজন দাশগুপ্তের (Sujan Dasgupta) মৃত্যু হল, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
বুধবার সকালে সুজন দাশগুপ্তের ফ্ল্যাটে আসেন পরিচারিকা। বার বার কলিংবেল বাজিয়েও কারও সাড়া মেলেনি। এরপর তিনি ওই বহুতলের নিরাপত্তা রক্ষীদের ডাকেন। তাঁরাই পুলিশে খবর দেন। সার্ভে পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে, দরজা ভেঙে সুজন দাশগুপ্তের মৃতদেহ উদ্ধার করে। একেন স্রষ্টার মৃতদেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
সুজন দাশগুপ্তের মৃত্যুর খবরে ভারাক্রান্ত পর্দার একেন অনির্বান চক্রবর্তী। কীভাবে এই ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান অভিনেতা।