Earthquake in Bengal:রবিবার সাত সকালে ভূমিকম্প রাজ্যের একাধিক জেলায়, আতঙ্কে বাসিন্দারা
রবিবার সাত সকালে কেঁপে উঠল রাজ্যের (West Bengal)একাধিক জেলা। সকাল ১০টা ৪০ মিনিটে অনুভূত হয় কম্পন(Earth Quake)।
২৬মে, ২০১৯: রবিবার সাত সকালে কেঁপে উঠল রাজ্যের (West Bengal)একাধিক জেলা। সকাল ১০টা ৪০ মিনিটে অনুভূত হয় কম্পন(Earth Quake)। মালদহ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বেরিয়ে আসেন ঘর থেকে।
কয়েক সেকেন্ড কম্পন অনভূত হয়। অনেক মহিলাকে শঙ্খ বাজাতে দেখা যায়। আসানসোল, দুর্গাপুরেও কম্পন অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে বীরভূমেও। তবে হাতহতের কোনও খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হয় আন্দামান নিকোবরেও(Andaman Nikobor)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। সকাল সাতটা ৪৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। গত কয়েকদিন ধরেই আন্দামানে কম্পন অনুভূত হচ্ছে।