Durga Puja 2019: বৃষ্টিভেজা ভোর নিয়েই পঞ্চমী শুরু শহরবাসীর, বোধনের দিনেও থাকছে বৃষ্টির ভ্রকুটি

পুজোর আনন্দ মাটি করতে পঞ্চমীর ভোরেই হাজির বৃষ্টি। যে বৃষ্টি নিয়ে চিন্তায় ঘুম নেই শহরবাসীর, তার আওয়াজেই ভোরে ঘুম ভাঙল কলকাতার। আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, এবারের পুজো বৃষ্টিতে ভাসতে চলেছে। সেটারই যেন ট্রেলার হয়ে দেখা দিল আজ ভোরের বৃষ্টি। বৃহস্পতিবার ভোরে একেবারে মেঘের গর্জন, বজ্রবিদুৎ সহ বৃষ্টি নামে।

শহরে বৃষ্টির ছবি। (Photo Credit: Facebook)

কলকাতা, ৩ অক্টোবর: Durga Puja 2019- পুজোর আনন্দ মাটি করতে পঞ্চমীর ভোরেই হাজির বৃষ্টি। যে বৃষ্টি নিয়ে চিন্তায় ঘুম নেই শহরবাসীর, তার আওয়াজেই ভোরে ঘুম ভাঙল কলকাতার। আবহাওয়া দফতরের পূর্বাভাস রয়েছে, এবারের পুজো বৃষ্টিতে ভাসতে চলেছে। সেটারই যেন ট্রেলার হয়ে দেখা দিল আজ ভোরের বৃষ্টি। বৃহস্পতিবার ভোরে একেবারে মেঘের গর্জন, বজ্রবিদুৎ সহ বৃষ্টি নামে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ সকাল সাতটা পর্যন্ত ৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

সব মিলিয়ে পঞ্চমীর সকালে শহরবাসীর জন্য মন খারাপ করা খবর। এমনতি গতকাল, চতুর্থী থেকেই ঠাকুর দেখা শুরু গিয়েছে। পুজোর পরের দিকে দুর্যোগের আশঙ্কা থাকায় যত আগে প্যান্ডেল, ঠাকুর দেখে নেওয়া যায় সেই টার্গেট অনেকেই করেছেন। কিন্তু পঞ্চমীর ভোরের বৃষ্টি সেই টার্গেটে আঘাত আনল। আরও পড়ুন-পুজো মণ্ডপে গেলেই এবার দেখতে পাবেন এমন বল; কাঠ-কাগজ-তেল-গ্যাস-বৈদ্যুতিক তারে আগুন লাগলে দ্রুত নেভাতে সক্ষম এই বল

মনখারাপের খবর হল, কাল মহাষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তমী, অষ্টমীতেও বৃষ্টি হতে পারে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস নবমী থেকে পরিস্থিতি বদলাতে পারে। নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, যা চলবে দশমী পর্যন্ত।

গতকাল আবহাওয়া দফতর (IMD)-এর পূর্বাভাস ছিল সপ্তমী (শনিবার) ও অষ্টমী (রবিবার) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আর নবমী (সোমবার), দশমী (মঙ্গলবার) ভারী বৃষ্টিপাত হতে পারে। রাতের থেকে দিনে বেশি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। শুরুর দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হলেও ধীরে ধীরে দাপট বাড়াবে বৃষ্টি। ষষ্ঠী থেকেই শুরু হতে পারে বৃষ্টি। পরে দশমী পর্যন্ত বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে৷