Diwali 2024: কালী পুজোর রাতে কলকাতা শহরে গ্রেফতার ২৯২ জন, আটক ৫০০ কেজি নিষিদ্ধ বাজি

কালী পুজোর রাতে কলকাতা শহর থেকে যে শব্দবাজি আটক করা হয়েছে, সেগুলি সবই নিষিদ্ধ। নিষিদ্ধ শব্দবাজী কাছে রাখা এবং ফাটানোর অভিযোগেই পুলিশ পরপর ২৯২ জনকে হেফাজতে নেয় বলে জানা যায়।

Firecracker (Photo Credit: File Photo)

কলকাতা, ১ নভেম্বর: দীপাবলির (Diwali 2024) রাতে ২৯২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কালী পুজোর রাতে শহর কলকাতা (Kolkata) থেকেই ২৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। শব্দবাজি ফাটানোর অভিযোগেই ২৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ৫০০ কেজি শব্দবাজি (Firecracker) আটক করা হয়েছে। কালী পুজোর রাতে কলকাতা শহর থেকে যে শব্দবাজি আটক করা হয়েছে, সেগুলি সবই নিষিদ্ধ। নিষিদ্ধ শব্দবাজি কাছে রাখা এবং ফাটানোর অভিযোগেই পুলিশ পরপর ২৯২ জনকে হেফাজতে নেয় বলে জানা যায়।

আরও পড়ুন: Diwali 2024: ইএম বাইপাস থেকে বাজেয়াপ্ত ৫১০ কেজি শব্দ বাজি, পরিবেশ বাঁচাতে কালী পুজোয় আরও কড়া কলকাতা পুলিশ

কালী পুজোর (Kali Puja 2024) আগে ইএম বাইপাসের পাশের ধাপা রোড থেকে একের পর এক বাজি বাজেয়াপ্ত করা হয়। যেখানে চকলেট বোমা, দোদোমা, কালী পটকা, শেলের মত একাধিক শব্দবাজি নজরে আসে। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়, ধাপা রোড থেকে ৫১০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করা হয়েছে। চম্পাহাটি থেকে এইসব বাজি নিয়ে এসে, তা মহানগরের একাধিক জায়গায় বিক্রির পরিকল্পনা করা হয়েছিল বলে জানানো হয় কলকাতা পুলিশের তরফে।



@endif