Cyclone Yaas: প্রবল ঘূর্ণিঝড় য়াসের দাপট, অতি ভারী বৃষ্টির সতর্কতা গোটা রাজ্যে
কলকাতা, ২৬ মে: ধামড়া (Dhamra) বন্দরে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় য়াস ৷ ধামড়া বন্দরে য়াস আছড়ে পড়ার পর তা বালাসোর এবং বালেশ্বরেও তাণ্ডব চালায় ৷ বালেশ্বর, বালাসোর ধামড়ার পাশাপাশি পূর্ব মেদিনীপুর দিঘাতেও তাণ্ডব চালাতে শুরু করে প্রবল ঘূর্ণিঝড় (Cyclone) ৷
য়াস আছড়ে পড়ার পর থেকেই দিঘায় ৩-৪ মিটার উঁচু ঢেউ উঠতে শুরু করে ৷ অর্থাৎ য়াসের (Yaas) প্রভাবে ভয়ঙ্কর রূপ নেয় সমুদ্র ৷
এদিকে য়াস পশ্চিমবঙ্গের (West Bnegal) উপকূল অঞ্চলে তাণ্ডব চালালেও, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ ধামড়া, বালাসোর এবং বালেশ্বরে তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডে পাড়ি দেবে য়াস ৷ ঝাড়খণ্ডে ঘূর্ণিঝড় পাড়ি না দেওয়া পর্যন্ত গোটা রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷
পশ্চিমবঙ্গের পাশাপাশি আগামীকাল থেকে ঝাড়খণ্ড জুড়েও অতি ভারী বৃষ্টি শুরু হবে বলে খবর ৷