IPL Auction 2025 Live

Cricket Betting: বিশ্বকাপ ফাইনাল ঘিরে বেটিংয়ের জাল, পার্ক স্ট্রিট থেকে গ্রেফতার হাওড়ার যুবক

শ্বকাপ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে যেমন একদিকে টানটান উত্তেজনা ছিল ঠিক অন্যদিকে প্রদীপের নীচের অন্ধকারের মত ব্ল্যাকে ম্যাচের টিকিট বিক্রি, ক্রিকেট বেটিং সমস্ত কিছুই চলেছে একাধারে। ফাইনাল চলাকালীন বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ২০ নভেম্বরঃ একদিনের বিশ্বকাপ ম্যাচ (ICC World Cup 2023)। যা ঘিরে গোটা একটা মাস ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছিল। শুরু থেকেই রোহিতের দল অধরা থাকলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী ভারত ( IND vs AUS CWC 2023 Final)। বিশ্বকাপের ট্রফি হাতছাড়া ভারতের। তবে বিশ্বকাপ ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে যেমন একদিকে টানটান উত্তেজনা ছিল ঠিক অন্যদিকে প্রদীপের নীচের অন্ধকারের মত ব্ল্যাকে ম্যাচের টিকিট বিক্রি, ক্রিকেট বেটিং (Cricket Betting) সমস্ত কিছুই চলেছে একাধারে। ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের দিনে ব্ল্যাকে টিকিট বিক্রি হতে দেখা গিয়েছে কলকাতায়। রবিবার বিশ্বকাপ ফাইনাল চলাকালীন কলকাতার বিভিন্ন জায়গায় চলেছে বেটিং। অভিযান চালিয়ে ক্রিকেট বেটিংয়ে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার বিশ্বকাপ ফাইনালের (IND vs AUS CWC 2023 Final) দিনই পার্ক স্ট্রিট (Park Street) থেকে ক্রিকেট বেটিংয়ে (Cricket Betting) যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে আমন খৈতন নামের এক যুবক। হাওড়া জেলার গোলাবাড়ি থানার ওয়াটকিনস লেনের বাসিন্দা আমন রবিবার ফাইনাল ম্যাচ চলাকালীন বেটিং চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে এলাকায় হানা দেয় পুলিশ। হাতেনাতে ধরা পড়েন আমন। অভিযুক্তের কাছ থেকে একটি আইফোন এবং ক্রিকেট বেটিং সংক্রান্ত একাধিক স্ক্রিনশট উদ্ধার হয়েছে। ক্রিকেট বেটিংয়ে অভিযুক্ত আমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।