Contai Co-Operative Bank Election Result: শুভেন্দু গড়ে ধরাশায়ী বিজেপি, কাঁথি সমবায় সমিতি ভোটে সেঞ্চুরি হাঁকিয়ে দিদির জয়জয়কার

শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথিতেও তৃণমূলের জয়জয়কার। ২০২৪ সাল জুড়ে বাংলায় মমতার কাছে পরাজয়ের ধারাটা বছর শেষে কাঁথির সমবায় সমিতির ভোটেও অব্যাহত থাকল পদ্ম-শিবিরের।

Mamata Banerjee, Suvendu Adhikari. (Photo Credits: IANS)

কাঁথি, ১৫ ডিসেম্বর:অধিকারী গড়েও ধরাশায়ী বিজেপি। শিশির অধিকারী-শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত কাঁথি (Contai)-তেও তৃণমূলের জয়জয়কার। লোকসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের মত কাঁথির সমবায় সমিতির ভোটেও মমতা ঝড়ে উড়ে গেল বিজেপি। কাঁথি সমবায় সমিতির ১০৭টি আসনের মধ্যে তৃণমূল ১০১, বিজেপি ৭টিতে জিতল। পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কার্যত শান্তিপূর্ণ ভোটে অধিকারী গড়ে সেঞ্চুরি হাঁকালেন দিদি। ফলাফল স্পষ্ট হতেই অকাল হোলিতে মাতলেন ঘাসফুল শিবিরের নেতা-কর্মীরা।

কাঁথির সমবায় ভোটকে বেশ গুরুত্ব দিয়েছিলেন মমতা। উত্তরবঙ্গের কিছু অংশ আর তমলুক, কাঁথিতেই এখন তৃণমূলের দাপট তেমন নেই। অধিকারী গড় উদ্ধার তাই সমবায় সমিতি নির্বাচনকে গুরুত্ব দিয়ে অখিল গিরিকে বড় দায়িত্ব দিয়েছিলেন দিদি। আর দিদির দেওয়া দায়িত্বে অখিল গিরি বড় সাফল্য পেলেন।

কাঁথি সমবায় সমিতির ফল নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের টুইট

ক মাস আগে কাঁথি লোকসভা ভোটে ভাল লড়াই করলেও বিজেপি-র সৌমেন্দু অধিকারীর কাছে প্রায় ৪৮ হাজার ভোটে হেরে গিয়েছিলেন তৃণমূলের উত্তম বারিক। ২০২৬ বিধানসভা ভোটে তমলুক-কাঁথি-তে জিততে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে দিদির দল। তার আগে সমবায় সমিতির বড় জয় তৃণমূল কর্মীদের মনোবল বাড়িয়ে দিল।