Kaliaganj Clash: নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনার জেরে রণক্ষেত্র কালিয়াগঞ্জ, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

এক নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। শনিবার সকাল থেকে কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় গণ্ডগোলের জেরে পুলিশি টহলদারি চালানো হচ্ছে। যদিও ধিকিধিকি আগুন যেন জ্বলছেই।

Photo Credits: ANI

কালিয়াগঞ্জ: এক নাবালিকাকে (Minor girl) ধর্ষণের (rape) পর খুনের (murder) ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) কালিয়াগঞ্জ (Kaliaganj)। শনিবার সকাল থেকে কালিয়াগঞ্জের বিভিন্ন জায়গায় গণ্ডগোলের (Clashes) জেরে পুলিশি টহলদারি চালানো হচ্ছে। যদিও ধিকিধিকি আগুন যেন জ্বলছেই।

দেখুন ভিডিয়ো:

ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য পুলিশের শীর্ষ কর্তার কাছে এই ঘটনার বিষয়ে তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। ওই চিঠিতে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া একটি ভিডিয়ো ও নাবালিকাকে ধর্ষণ করার পর খুনের বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা করতে বলা হয়েছে। পাশাপাশি একটি ভিডিয়োর কথা উল্লেখ করা হয়েছে যেখানে পুলিশ কর্মীরা মৃত নাবালিকার দেহ যেভাবে টানতে টানতে নিয়ে গেছে তার জবাব চাওয়া হয়েছে। উপযুক্ত কারণ দর্শাতে না পারলে ওই ধরনের নৃংশস কাজের জন্য দায়ী পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।

এদিকে বিজেপি বিধায়কদের (BJP MLA) কালিয়াগঞ্জে গিয়ে মৃত নাবালিকার পরিবারের (victim's family) সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ও পুলিশের বিরুদ্ধে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari) বলেন, "বিজেপি বিধায়কদের মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এটা পুলিশের রাজ্যে (police state) পরিণত হয়েছে।"

বিজেপির রাজ্য সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতা-নেত্রীদের শহরে ঢোকার আগেই আটকে দেয় পুলিশ। এর জেরেই পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু।



@endif