IPL Auction 2025 Live

Chhath Puja 2019: এনজিটির আদেশ অমান্য করায় কাঠগড়ায় পশ্চিমবঙ্গ সরকার, রবীন্দ্র সরোবরের এই ঘটনায় দায়ী কে তা নিয়ে চাপানউতোর

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (National Green Tribunal) আদেশ লঙ্ঘন করায় কাঠগড়ায় পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। সোমবার এই বিষয়ে এনজিটি দিল্লির (Delhi) কেন্দ্রীয় দফতর কোনো প্রশ্ন করার আগে প্রধান সচিবকে (Chief Secretary) আদেশ লঙ্ঘনের কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেখানে তাঁকে জবাব দিতে হবে, তালা ভাঙার পর ছ'ঘন্টা পেরিয়ে গেলেও কেন কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি? রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে (Partha Chatterjee) প্রশ্ন করায় তিনি জানান এবিষয়ে তদারকি করার দায়িত্বভার কেএমডিএর ওপর রয়েছে। তিনি এই নিয়ে কোনো মন্তব্য করবেন না।

রবীন্দ্র সরোবর (Photo Credits: Facebook)

কলকাতা, ৩ নভেম্বর: রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) ছটপুজোকে কেন্দ্র করে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের (National Green Tribunal) আদেশ লঙ্ঘন করায় কাঠগড়ায় পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। সোমবার এই বিষয়ে এনজিটি দিল্লির (Delhi) কেন্দ্রীয় দফতর কোনো প্রশ্ন করার আগে প্রধান সচিবকে (Chief Secretary) আদেশ লঙ্ঘনের কারণে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেখানে তাঁকে জবাব দিতে হবে, তালা ভাঙার পর ছ'ঘন্টা পেরিয়ে গেলেও কেন কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি? রাজ্যের মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে (Partha Chatterjee) প্রশ্ন করায় তিনি জানান এবিষয়ে তদারকি করার দায়িত্বভার কেএমডিএর ওপর রয়েছে। তিনি এই নিয়ে কোনো মন্তব্য করবেন না।

কেএমডিএর (KMDA) এক সিনিয়র অফিসার (Senior Officer) এদিন বলেছেন,'ঘটনা ঘটার সময় কোনো পুলিশকর্মী সেখানে উপস্থিত ছিল না দেখে আমরা নিজেরাই অবাক হয়ে গেছিলাম। আমরা বিস্তারিতভাবে একটি রিপোর্ট তৈরি করছি যা প্রধান সচিবকে সোমবার জমা দেওয়া হবে।" কলকাতা পুলিশের (Kolkata Police) সিনিয়র অফিসারদের ফোন করলে তাদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। কেএমডিএ সূত্রে খবর অনুযায়ী, পুলিশ তাদের জানিয়েছে ছটপুজো (Chhath Puja) উপলক্ষে শহরের অন্যান্য জায়গায় পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। যার ফলে রবীন্দ্র সরোবর এলাকায় মোতায়েন করার মত আর কোনো পুলিশ ছিল না। এবিষয়টি তদারকির দায়িত্বভার একমাত্র কেএমডিএর ওপর বর্তায়।" তিনি আরও জানান কেএমডিএ নিরাপত্তার বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। আরও পড়ুন, রাজ্যজুড়ে ছটপুজো উদযাপন, কাকভোর থেকে সূর্য আরাধনায় পুণ্যার্থীদের ভিড় ঘাটে ঘাটে

পুলিশের তরফ থেকে জানানো হয় ঘটনার ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করে ঘটনার তদন্ত করা হবে। সমস্ত প্রমান হাতে এলে বিক্ষোভকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে।