West Bengal Weather Forecast: আবহাওয়ার মেগা রদবদল, চতুর্থীতে কেমন থাকবে আকাশ?
সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতাঃ নিম্নচাপ কেটে গিয়েছে। তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে বঙ্গের(West Bengal) আবহাওয়ায়(Weather) রেকর্ড বদল। চতুর্থী(Chaturthi)অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির(Rain) পরিমাণ অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি(Rain) হলেও হতে পারে। বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি অস্বস্তির কারণ হতে পারে। তবে বাঙালির মনে স্বস্তি ফিরবে একটি খবরে। তা হল বৃষ্টির মধ্যে ভারী বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই। কিন্তু দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। চতুর্থীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। তবে কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা থাকবে আকাশ। সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়লেও বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম।
আবহাওয়ার মেগা রদবদল, চতুর্থীতে কেমন থাকবে আকাশ?