Adhir Chowdhury: দিল্লিতে নাম না নিয়ে মমতাকে কড়া ভাষায় আক্রমণ অধীর চৌধুরীর, দেখুন ভিডিয়ো

ভোটে হেরে দলেই কোণাঠাসা হয়ে গেলে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কট্টর বিরোধিতা থেকে সরছেন না অধীর চৌধুরী। সেটা আরও একবার বুঝিয়ে দিলেন এক সময় বহরমপুরের বেতাজ বাদশা।

Adhir Ranjan Chowdhury (Photo Credit: X)

নতুন দিল্লি, ২৬ নভেম্বর: ভোটে হেরে দলেই কোণাঠাসা হয়ে গেলেও মমতা বন্দ্য়োপাধ্যা-য়ের কট্টর বিরোধিতা থেকে সরছেন না অধীর চৌধুরী (Adhir Chowdhury)। সেটা আরও একবার বুঝিয়ে দিলেন এক সময় বহরমপুরের বেতাজ বাদশা। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধীর। সম্প্রতি রাজ্যের ৬ উপ নির্বাচনে তৃণমূলের জয়জয়কারকেও কটাক্ষ করলেন বহরপুররের সাংসদ। অধীর দাবি করলেন,বাংলায় উপ নির্বাচনের গুরুত্ব নেই। ভোটের আগেই সবাই জানে কে জিতবে। যদিও গত বছর সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে ছিলেন অধীরের কংগ্রেস প্রার্থী।

তৃণমূলকে কটাক্ষ করে অধীর বললেন, " একটা সময় ওরা জাতীয় দল ছিল। তারপর আঞ্চলিক দলে নেমে গিয়েছে। গোয়া, ত্রিপুরা সহ আরও বেশ কিছু রাজ্যে ওরা নিজেদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই সব জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়। বাংলার বিষয়টা আলাদা। বাংলায় ওদের (তৃণমূল) রাজ চলে। ওদের অর্থবল আছে, গুন্ডা আছে। তাই ওরা নির্বাচনে জিতছে। কিন্তু কয়েকটা উপনির্বাচনের আসন জিতে এতেই যদি কেউ ধরে নেয়, যে সে প্রধানমন্ত্রী হবে, সেটা শুধুই কল্পনা, মানুষ মাঝেমাঝেই দিবাস্বপ্ন দেখে।"

দেখুন কী বললেন অধীর চৌধুরী

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর প্রদেশ কংগ্রেস সভাপতির পদ গিয়েছে অধীরের। তাঁর পরিবর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার। সাংসদ পদ, দলের রাজ্য সভাপতির পদ হারিয়ে ফের রাজনীতির মূল মঞ্চে ফিরতে বিজেপির থেকেও মমতা বিরোধিতা রাজনীতির লাইনই নিচ্ছেন অধীর। জোর জল্পনা, ২০২৬ বিধানসভা নির্বাচনে বহরমপুর থেকে লড়তে দেখা যেতে পারে অধীরকে।