IPL Auction 2025 Live

BSF: কৃষ্ণনগরে পাচারের সময় দুটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বিএসএফ

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালানোর সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা দুটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করল বর্ডার সিকিউরিটি ফোর্স। ঘটনাটি ঘটেছে ভারত ও বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত কৃষ্ণনগরে।

Photo Credits: ANI

কৃষ্ণনগর: গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালানোর সময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা দুটি বিরল প্রজাতির পাখি (rare species of birds) উদ্ধার করল (rescued) বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)। ঘটনাটি ঘটেছে ভারত ও বাংলাদেশ সীমান্তের (India-Bangladesh border) কাছে অবস্থিত কৃষ্ণনগরে (Krishnanagar)।

বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান (search operation) চালানো হয়েছিল। সেই সময় পাচারকারীদের (smugglers) কাছ থেকে দুটি কাঠের বাক্স (wooden boxes) উদ্ধার হয়। তার মধ্যে বিরল প্রজাতির দুটি বামন ক্যাসোওয়ারি পাখি (Dwarf Cassowary birds) ছিল। সেগুলি উদ্ধার করে কৃষ্ণনগরে থাকা বন দফতরের (Forest Department) হাতে তুলে দেওয়া হয়েছে। আরও পড়ুন: Akhilesh Yadav Will Meet Mamata Banerjee: শুক্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অখিলেশের