Naihati Blast: নৈহাটিতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ফের বিপত্তি, কাঁপল কাঁচড়াপাড়া থেকে শ্যামনগর(দেখুন ভিডিও)

ফের কাঁপল নৈহাটি। বেলা দুটো নাগাদ বিস্ফোরণের কোনওরকম শব্দ ছাড়াই কেঁপে গেল এলাকার প্রতিটি বাড়ি। বেশ কিছুক্ষণ কম্পনের কারণ টের না পেয়ে বাসিন্দারা অবাক হয়েছিলেন। কারণ কাঁপলেও সাড়াশব্দ ছিল না। এর পরেই খবর আসতে থাকে গরিফা এলাকায়ও একই ঘটনা ঘটেছে কম্পনের তীব্রতা অনেক বেশি থাকায় সেখানকার বহু বাড়ির জানলার কাচ, ড্রেসিং টেবিলের কাচ ভেঙেছে। গত সপ্তাহে নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এরপরই অভিযান চালিয়ে নৈহাটি থানার পুলিশ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে।

নৈহাটিতে বিস্ফোরণ (Photo Credit: Social Media)

নৈহাটি, ৮ জানুয়ারি: ফের কাঁপল নৈহাটি। বেলা দুটো নাগাদ বিস্ফোরণের কোনওরকম শব্দ ছাড়াই কেঁপে গেল এলাকার প্রতিটি বাড়ি। বেশ কিছুক্ষণ কম্পনের কারণ টের না পেয়ে বাসিন্দারা অবাক হয়েছিলেন। কারণ কাঁপলেও সাড়াশব্দ ছিল না। এর পরেই খবর আসতে থাকে গরিফা এলাকায়ও একই ঘটনা ঘটেছে কম্পনের তীব্রতা অনেক বেশি থাকায় সেখানকার বহু বাড়ির জানলার কাচ, ড্রেসিং টেবিলের কাচ ভেঙেছে। গত সপ্তাহে নৈহাটির দেবকে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। এরপরই অভিযান চালিয়ে নৈহাটি থানার পুলিশ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। এদিন সেই সব বোমা নিষ্ক্রিয় করছিল পুলিশ। গরিফাতেই সেই কাজ চলার সময় ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, পুলিশও বুঝতে পারেনি যে নিষ্ক্রিয় করতে গিয়ে এমন বিস্ফোরণ হবে যাতে কাঁচড়াপাড়া থেকে শ্যামনগর গোটা এলাকা কেঁপে উঠবে। এদিকে যেখানে ঘটনাটি ঘটানো হয়েছে,  লাগোয়া এলাকাতেই রয়েছে বস্তি। সেখানকার ঝুপড়িগুলি কম্পনের তীব্রতায় ভেঙে পড়ছে। গরিফা, কৈবর্ত্য পাড়া সেনপাড়ার বহু বাড়ির জানলার কাচ ভেঙেছে। দুপুরবেলা অনেকেই বাড়ির মধ্যে ছিলেন। আচমকা বন্ধ দরজা সশব্দে খুলে গিয়েছে। দেখলে মনে হতে পারে ভূমিকম্প হয়েছে। তবে গোটা ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত। আরও পড়ুন-Dilip Ghosh: অ্যাম্বুল্যান্সে ছিল প্রসূতি, দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের

এই ঠান্ডায় মাথার ছাদ উড়ে যেতেই ক্ষিপ্ত বস্তির বাসিন্দারা। নৈহাটি থানার পুলিশ কেন বোমা নিষ্ক্রিয় করতে অন্য কোনও ব্যবস্থা নেয়নি, তাই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে। উত্তেজিত জনতা দাঁড়িয়ে থাকা দুটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ব়্যাফ নামানো হয়েছে।