Sukanta Majumdar: আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের দাবি জানালো রাজ্য বিজেপি।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের দাবি জানালো রাজ্য বিজেপি। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। র ঘটনা নিয়ে বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে প্রতিবাদ শুরু হয়েছে। বিভিন্ন চিকিৎসক সংগঠন মোমবাতি মিছিলও করেছে। চিকিৎসকরা ছাড়াও বাংলার প্রধান বিরোধী দল এই নিয়ে প্রতিবাদে সরব। আর সেই কারণে রবিবার চিঠিতে সিবিআই তদন্তের দাবি জানালেন সুকান্ত। গত শনিবারই তিনি বলেছিলেন এই ধর্ষণকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। সেই সঙ্গে পুলিশি তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। চিঠিতেও সেই বিষয়টি উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে হাসপাতালে নিরাপত্তা, চিকিৎসকদের রেস্ট রুম সহ একাধিক গাফিলতির কথা জানিয়েছেন তিনি।

চিঠিতে সুকান্ত লিখেছেন, এই ঘটনায় সিবিআই তদন্তের পাশাপাশি যেন তাড়াতাড়ি এই মামলা চলে তাই সিবিআইয়ের পক্ষ থেকে আইনজীবীর প্রয়োজন রয়েছে। অভিযুক্তকে দ্রুত সাজা দেওয়ার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় পয়েন্টে সুকান্ত বলেন, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা নেই। সিসিটিভি ক্যামেরাও সেভাবে নেই। সরকার পরিচালিত রাজ্যের হাসপাতালগুলিতে যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে। তাই জাতীয় মেডিকেল কমিশনের পক্ষ থেকে তদন্ত করে উন্নতমানের নিরাপত্তা যেন কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়। কর্মক্ষেত্রে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই রাজ্যে সঙ্গে কেন্দ্র যৌথভাবে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে পারে।

এছাড়া আরজি কর হাসপাতালে কোনও নির্দিষ্ট রেস্টরুম নেই। কর্মরত চিকিৎসকরা অস্থায়ী জায়গায় বিশ্রাম নেন এবং খাওয়াদাওয়া করেন। তাঁদের জন্য একটি উন্নতমানের রেস্ট রুমের প্রয়োজন। যেখানে তাঁরা নিরাপত্তার সঙ্গে বিশ্রাম নেবেন। এই বিষয়গুলি যদি কেন্দ্র সরকারের তরফ থেকে দেখা হয়, তাহলে রাজ্যের চিকিৎসকরা সুরক্ষিত হয়ে কাজ করতে পারবেন বলে মত সুকান্ত মজুমদারের।