Suvendu Adhikari: আরজি কর কাণ্ডে দায় মুখ্যমন্ত্রীকে নিয়ে পদত্যাগ করতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর
আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের বিচার চেয়ে শহরজুড়ে এখনও আন্দোলন অব্যাহত। গত মঙ্গলবার নবান্ন অভিযান ও বুধবার ১২ ঘন্টার ধর্মঘট ডাকে বিজেপি।
আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিহত চিকিৎসকের বিচার চেয়ে শহরজুড়ে এখনও আন্দোলন অব্যাহত। গত মঙ্গলবার নবান্ন অভিযান ও বুধবার ১২ ঘন্টার ধর্মঘট ডাকে বিজেপি। এরপর বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালাচ্ছে বিজেপির নেতাকর্মীরা। শুক্রবার মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি করে মহিলা মোর্চা। কলকাতার বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনা দমিয়ে দিতে চাইছেন। উনি ৩ সেপ্টেম্বর বিল নিয়ে আসছেন। সেই বিলটি কার্যকর হতে সময় লাগবে। কিন্তু এসবের মাঝে মুখ্যমন্ত্রী এই ঘটনাটি ধামাচাপা দিতে চাইছে। আমরা চাই আরজি কর কাণ্ডের দোষীরা শাস্তি পাক। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
শুভেন্দু জানিয়েছেন, নিহত তরুণীকে হাসপাতাল কর্তৃপক্ষ রাতে ডিউটি দিয়েছে, একটানা কাজ করিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাহলে এর দায় তাঁদেরও এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকেও এর দায় নিতে হবে। সেই সঙ্গে যে ধর্ষণ করেছে সেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার। আর পুলিশমন্ত্রীর দায়িত্বে উনিই রয়েছে। ফলে তাঁর দায়িত্বে থাকা দুটি দফতরেই এই ঘটনা ঘটেছে, যে কারণে ওনার সব দায় নিয়ে মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ দেওয়া উচিত। আমরা ওনার পদত্যাগ চাইছি।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি করে এক জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনায় স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এরপর এই ঘটনার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই এই ঘটনার তদন্ত জারি রাখলেও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। এমনকী হাসপাতালের অধ্যক্ষ, বেশ কয়েকজন চিকিৎসক ও হাসপাতালের কর্মীরও পলিগ্রাফ টেস্ট হয়েছে। কিন্তু তারপরেও এখনও পর্যন্ত এই ঘটনার সেভাবে কোনও কিনারা করতে পারেনি সিবিআই।