Bangladesh: নোয়াখালিতে ইস্কন মন্দিরে হামলা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু
কুমিল্লা, রংপুর সহ বাংলাদেশের একাধিক এলাকার দুর্গা মণ্ডপে হামলা চালায় দুষ্কৃতীরা। কোথাও, প্যান্ডেল ভেঙে ফেলা হয়, আবার কোথাও ভাঙচুর করা হয় দুর্গা প্রতিমা। নোয়াখালির ইস্কন মন্দিরেও হামলা চালায় দুষ্কৃতীরা।
কলকাতা, ১৮ অক্টোবর: নোয়াখালিতে ইস্কন মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদে এবার বাংলাদেশের (Bangladesh) ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। গত ১৬ অক্টোবর নোয়াখালিতে (Noakhali) ইস্কন মন্দিরে (ISKCON) যেভাবে হামলা চালানো হয় এবং সেখানকার এক কর্মীকে খুন করা হয়, তার প্রতিবাদেই বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী।
সম্প্রতি কুমিল্লা, রংপুর সহ বাংলাদেশের একাধিক এলাকার দুর্গা মণ্ডপে হামলা চালায় দুষ্কৃতীরা। কোথাও, প্যান্ডেল ভেঙে ফেলা হয়, আবার কোথাও ভাঙচুর করা হয় দুর্গা প্রতিমা। নোয়াখালির ইস্কন মন্দিরেও হামলা চালায় দুষ্কৃতীরা। ওই ঘটনার পরই গোটা বাংলাদেশ জুড়ে জোর শোরগোল শুরু হয়ে যায়। বাংলাদেশের ঘটনায় প্রতিবাদ শুরু হয় এ বঙ্গেও।
ওই ঘটনার পরই এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কলকাতায় (Kolkata) বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন।