Amit Shah's Bengal Visit Live: ভাইপোর দাদাগিরি শেষ করার জন্য বাংলায় পরিবর্তন হবে: অমিত শাহ

আজ রাজ্য সফরের দ্বিতীয় দিনে বীরভূমের বোলপুর (Bolpur) যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গতকাল মেদিনীপুরে জনসভা করেছেন তিনি। আজ বোলপুরে রোড শো করবেন। তবে তার মাঝে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার সকালে নিউটাউনের হোটেল থেকে অমিত শাহ দমদম বিমানবন্দর যাবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে তিনি বোলপুর যাবেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati University) হেলিপ্যাডে নামবে স্বরাষ্ট্রমন্ত্রীর চপার। সকাল ১০টা ৫০ মিনিটে হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে চড়ে শাহ যাবেন বিশ্বভারতীতে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত তিনি থাকবেন বিশ্বভারতীতে। দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ বাংলাদেশ ভবনে যাওয়ার কথা তাঁর।

বোলপুর, ২০ ডিসেম্বর: আজ রাজ্য সফরের দ্বিতীয় দিনে বীরভূমের বোলপুরে (Bolpur) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গতকাল মেদিনীপুরে জনসভা করলেন তিনি। আজ বোলপুরে রোড শো করলেন। মিছিলে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের ভিড় ছিল। অমিত শাহকে দেখতে রাস্তার দুধারে মানুুষের ভিড় ছিল। রোড শো থেকেই অমিত শাহ বলেন, আমি অনেক রোড শো করেছি, দেখেছি, তবে এই রকম রোড শো আগে দেখেনি। নরেন্দ্র মোদির প্রতি ভালোবাসা এটা।

তিনি বলেন, বাংলার জনতা ঠিক করে নিয়েছে, বলছে আসুন দিদি এবার ভোটের লড়াইে। বাংলার জনতা পরিবর্তন চাইছে। এটা শুধু সরকারের বদল নয়। এই পরিবর্তন হবে বাংলার উন্নয়নের। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রোখার জন্য। এই পরিবর্তন রাজনৈতিক হিংসা বন্ধ করার জন্য। এই পরিবর্তন তোলাবাজি বন্ধ করার জন্য, ভাইপোর দাদাগিরি শেষ করার জন্য।

Live Updates:

বিকেলে বোলপুরের এক বেসরকারি রিসর্টে সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ। বিকেল ৫টা ৪৫ মিনিটে বেসরকারি রিসর্ট থেকে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে শাহের কনভয়। রাত ৮টায় দিল্লি উড়ে যাবেন।