Saumitra Khan: উত্তরবঙ্গের পর এবার রাঢ়বঙ্গ ভেঙে আলাদা রাজ্যের দাবি! ঘুরিয়ে সরব বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ
উত্তরবঙ্গের পর এবার রাঢ়বঙ্গ। জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ। দলকে বিড়ম্বনায় ফেলে রাঢ়বঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে ঘুরিয়ে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
কলকাতা, ২১ জুন: উত্তরবঙ্গের পর এবার রাঢ়বঙ্গ। জন বার্লার পর এবার সৌমিত্র খাঁ। দলকে বিড়ম্বনায় ফেলে রাঢ়বঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে ঘুরিয়ে সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গ নিয়েও আলাদা রাজ্যের দাবি উঠবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সৌমিত্র। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, এই দাবিতে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা সরব হওয়ার মাঝেই বিষ্ণুপুরের এই সাংসদের দাবিকে ঘিরে রাজনৈতিক মহলে সাড়া পড়ে গিয়েছে। আরও পড়ুন: উত্তরবঙ্গে বিজেপির ঘর ভাঙন, তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা সহ ৮ জন
এক নিউজ চ্যানেলে সাংসদ সৌমিত্র খাঁ বললেন,'' মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। তাই পশ্চিমবঙ্গকে ভেঙে বাংলাকে আলাদা দেশ তৈরির চেষ্টা করছেন উনি। তাহলে আমরাও রাঢ়বঙ্গকে নিয়ে পৃথক রাজ্য করার দাবি জানাব।' পাশাপাশি তিনি বলেন, "পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলব, মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগত শব্দ এনেছেন, তাতে এই দাবি উঠবেই। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কিলোমিটারের মধ্যে ২৩ জন মন্ত্রী রয়েছেন।"তবে আজই রাজ্য বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ও দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত সাফ জানিয়ে দিয়েছেন, দল সব সময় অখণ্ড পশ্চিমবঙ্গের পক্ষে। জন বার্লার দাবি নিয়ে বিজেপি সাংসদ জানান, "উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বিষয়ে ভাবার মতো সময় আসেনি। জন বার্লা যা বলেছেন, তার উত্তর তিনিই দেবেন।"
সৌমিত্র খাঁ বলেছেন, 'মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহিরাগত বলতে পারেন, আমরা রাঢ়বঙ্গের ছেলেরা তাহলে মুখ্যমন্ত্রীকে বলব বহিরাগত। রাঢ়বঙ্গের যুবকদের চাকরি নেই। আমাদের এলাকার মানুষ বঞ্চিত। আমাদের জায়গার সম্পত্তি রাজ্যের কোষাগারে যাচ্ছে। অথচ আমরা কিছুই পাচ্ছি না। আগামী দিনে রাঢ়বঙ্গ থেকেও দাবি উঠবে'।