Abhishek Banerjee: সায়নী জামিন পেতেই দিল্লির উদ্দেশে রওনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোমবার বিকেলে সায়নী ঘোষ (Saayani Ghosh) জামিন পেতেই দিল্লির উদ্দেশে রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার তৃণমূল সাংসদরা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেন।

Abhishek Banerjee (Photo Credit: Twitter)

কলকাতা, ২২ নভেম্বর: সোমবার বিকেলে সায়নী ঘোষ (Saayani Ghosh) জামিন পেতেই দিল্লি (New Delhi)-র উদ্দেশে রওনা হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার তৃণমূল সাংসদরা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করে ত্রিপুরার আইন শৃঙ্খলা নিয়ে তাঁর হস্তক্ষেপ দাবি করেন। বিকেলেই রাজধানী পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাতেই দিল্লিতে পৌঁছে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তাই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের বাকি দিনগুলিতেও অভিষেক রাজধানীতেও থাকবেন।

প্রসঙ্গত, খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে জামিন দিল আদালত। সায়নীকে জামিন দিল আগরতলা আদালত। ত্রিপুরা পুলিশ (Tripura Police) সায়নীকে দু দিনের জন্য হেফাজতে চেয়েছিল। কিন্তু ত্রিপুরা পুলিশের সেই আবেদনে সাড়া দিল না আগরতলা আদালত। জামিন পাওয়ার পর আদালত থেকে বের হয়ে সায়নী বলেন, ''এভাবে আমায় দমানো যাবে না। আমার বিরুদ্ধে সব অভিযোগ একেবারে ভিত্তিহীন।"আরও পড়ুন: জামিন পেলেন সায়নী ঘোষ, ত্রিপুরা পুলিসের আবেদন খারিজ

গতকাল, রবিবার ত্রিপুরা (Tripura)-য় খুনের চেষ্টা ও অশান্তি বাঁধানোর মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল নেত্রী-অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)-কে। সায়নীর গ্রেফতারি নিয়ে তোলপাড় পড়ে যায়। এই ইস্যুতে সংসদের সামনে ধর্ণাতেও বসেন তৃণমূল সাংসদরা। এর মাঝে আজ আগরতলা আদালতে তোলা হয়েছিল সায়নীকে। তৃণমূল প্রতিনিধি দল ফেরত যাওয়ার পরই আদালতে নিয়ে যাওয়ার জন্য থানা থেকে বের করা হয় সায়নী ঘোষকে। গাড়িতে ওঠার সময় কোনও কথা বলতে রাজি ছিলেন তিনি। আগরতলা পূর্ব মহিলা থানায় রাখা হয়েছে সায়নী ঘোষকে। তার সঙ্গে সোমবার দেখা করতে যান ব্রাত্য বসু, কুণাল ঘোষ, অর্পিতা ঘোষ এবং সুস্মিতা দেব। তৃণমূল নেতাদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।