Kolkata Fire: টেরিটি বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ১৫টি ইঞ্জিন, চলছে আগুন নেভানোর কাজ

রাতের কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাটি ঘটেছে এজরা স্ট্রিটের টেরিটি বাজার সংলগ্ন এলাকায়।

রাতের কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা। ঘটনাটি ঘটেছে এজরা স্ট্রিটের টেরিটি বাজার সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে, রাত ৮টা নাগাদ ঘিঞ্জি এই এলাকা থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই আগুনে লেলিহান শিখা দেখা যায় একটি ইলেকট্রনিক সরঞ্জামের গুদামে। এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে প্রথমে চলে আসে ১০টি ইঞ্জিন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরও ৫টি ইঞ্জিন চলে আসে। বেশ কয়েকঘন্টার চেষ্টায় আগুন অবশ্য নিয়ন্ত্রণে চলে আসে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

তবে আগুন লাগার খবর সামনে আসতেই ঘটনাস্থলে চলে আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দ্রানী মুখোপাধ্যায় সহ স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে এই আগুন থেকে স্থানীয় কিছু দোকান পুড়ে গিয়েছে। মন্ত্রী সুজিত বসু বলেন, আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে। আপাতত কুলিং পিরিয়ডের কাজ চলছে। কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সেগুলি নেভানো হচ্ছে। শট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।