Acid Attack: শিয়ালদহ দক্ষিণের এক স্টেশনে আচমকা অ্যাসিড হামলা, জখম ৩
শিয়ালদহ দক্ষিণের এক স্টেশনে ভরদুপুরে অ্যাসিড হামলা। স্টেশনে দাঁড়িয়ে থাকা হকারকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় বলে জানা যায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বিদ্যাধরপুর স্টেশনে। গুরুতর জখম হয়েছেন ওই হকার ও আরও দুই কিশোর। সোনারপুর রেল পুলিশের দাবি, ট্রেন থেকে নয়, প্ল্যাটফর্ম থেকেই ছোড়া হয়েছিল অ্যাসিড।
কলকাতা, ১ ডিসেম্বর: শিয়ালদহ (Sealdah) দক্ষিণের এক স্টেশনে ভরদুপুরে অ্যাসিড হামলা। স্টেশনে দাঁড়িয়ে থাকা হকারকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় বলে জানা যায়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) বিদ্যাধরপুর স্টেশনে। গুরুতর জখম হয়েছেন ওই হকার ও আরও দুই কিশোর। সোনারপুর রেল পুলিশের দাবি, ট্রেন থেকে নয়, প্ল্যাটফর্ম থেকেই ছোড়া হয়েছিল অ্যাসিড।
সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, মঙ্গলবার বিশ্বনাথ মণ্ডল নামে ওই হকার প্ল্যাটফর্মে নিজের দোকান খুলে বসেছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রীও। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টা ১০ মিনিট নাগাদ শিয়ালদা-ক্যানিং লোকাল বিদ্যাধরপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতেই মাস্ক পরা এক যুবক আচমকাই বিশ্বনাথবাবুর ওপর অ্যাসিড ছুড়ে মারে। আরও পড়ুন, মাঝেরহাট ব্রিজের নাম বদলে 'জয় হিন্দ', রাজ্যে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা মমতা ব্যানার্জির
ব্যক্তিকে ধরার আগেই চোখের নিমেষে ট্রেনে উঠে পালিয়েও যায়। ততক্ষণে যন্ত্রণায় ছটফট করতে করতে লুটিয়ে পড়েন বিশ্বনাথবাবু। আহতের দোকানের পাশেই কয়েকজন কিশোর খেলছিল। অ্যাসিড ছিটকে তাদের গায়েও লাগে। দুই কিশোরের পিঠের একটা অংশ সামান্য পুড়ে যায়। তিনজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর দুই কিশোরকে ছেড়ে দেওয়া হলেও পিজি হাসপাতালে ভরতি রয়েছেন বিশ্বনাথ। তাঁর চোখের অবস্থা অত্যন্ত খারাপ বলেই জানা গিয়েছে।