Nadia: বঙ্গে বাড়ছে অনুপ্রবেশকারীদের আনাগোনা, নদিয়া থেকে গ্রেফতার ১০ বাংলাদেশি সহ ৫ দালাল
অশান্ত বাংলাদেশ হওয়ার পর থেকে এদেশে বাড়ছে অনুপ্রবেশকারীদের আনাগোনা। বাংলার বিভিন্ন এলাকায় এই অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে।
অশান্ত বাংলাদেশ হওয়ার পর থেকে এদেশে বাড়ছে অনুপ্রবেশকারীদের আনাগোনা। বাংলার বিভিন্ন এলাকায় এই অনুপ্রবেশকারীদের আটক করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে নদিয়ার (Nadia) হাঁসখালি ও ধানতলা থেকে গ্রেফতার করা হয়েছে ১০ জন বাংলাদেশি ও ৫ জন দালালকে। সূত্রের খবর, পাচারের সময়ই অভিযুক্তদের হাতেনাতে ধরা হয়। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও ১ জন নাবালিকা অনুপ্রবেশকারী ছিল। অন্যদিকে ৫ জন দালালই ভারতীয় নাগরিক বলে জানা গিয়েছে। অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে।
জানা যাচ্ছে, গতকাল রাতে রানাঘাট ও ধানতলা থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। আর তারপরই ১৩ জনকে ধানতলা ও ২ জনকে হাঁসখালি থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই চক্রে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনা থাকতে পারে। ফলে সেই চক্রকে ধরতে তৎপর পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, বাংলা তো বটেই, অসম, মণিপুর, ত্রিপুরা থেকেও বাড়ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। বিগত কয়েকমাসে অসংখ্য বাংলাদেশি নাগরিক অনুপ্রবেশ করার চেষ্টা করেছে বাংলায়।