WhatsApp Glitch: হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সেটিংসে বিভ্রাট, সমস্যার মুখে iPhone ব্যবহারকারীরা   

হোয়াটসঅ্যাপে অনলাইন থেকেও অনলাইন উপস্থিতি লুকানোর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে ব্যর্থ আইফোন অর্থাৎ আইওএস (IOS) ব্যবহারকারীরা।

WhatsApp (Photo Credits Pixabay)

মেটা (Meta) মালিকানাধীন হোয়াটসঅ্যাপের (WhatsApp) সার্ভার বিভ্রাট। ফলে সমস্যার মুখে ব্যবিহারকারীরা। তবে সকল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হচ্ছে তা নয়। কেবল আইফোন (iPhone) ব্যবহারকারীরাই এই বিভ্রাটের মুখে পড়েছেন (WhatsApp Glitch)।

আইফোন (iPhone) ব্যবহারকারীরা তাঁদের হোয়াটসঅ্যাপে অনলাইন থাকার সেটিংস পরিবর্তন করতে পারছেন না (WhatsApp Glitch)। হোয়াটসঅ্যাপে অনলাইন থেকেও অনলাইন উপস্থিতি লুকানোর গোপনীয়তা সেটিংস পরিবর্তন করতে ব্যর্থ আইফোন অর্থাৎ আইওএস (IOS) ব্যবহারকারীরা।

ঠিক কী কারণে আইফোন ইউজারদের এই হোয়াটসঅ্যাপ বিভ্রাটে (WhatsApp Glitch) ভুগতে হচ্ছে তা নিজে সংস্থার পক্ষ থেকে এখনও কোন বিবৃতি প্রকাশ করা হয়নি।  কতজন আইফোন (iPhone) ব্যবহারকারী এই সমস্যার দ্বারা প্রভাবিত হয়েছেন তাও এখনও স্পষ্ট নয়।

গত বছর অক্টোবরে অনলাইন ম্যাসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ভারত সহ বিশ্বব্যাপী বিভ্রাটের মুখে পড়েছিল (WhatsApp Glitch)। টানা ২ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ। বিভ্রাট মনিটর ওয়েবসাইট ডাউনডিক্টেটরে প্রকাশিত তথ্য সেই সময় জানিয়েছিল, ৮৫ শতাংশ ইউজার মেসেজ করার সময়, ১১ শতাংশ ব্যবহারকারী অ্যাপ ব্যবহারের সময় এবং ৩ শতাংশ লোক ওয়েবসাইট ব্যবহারের সময়ে হোয়াটসঅ্যাপ বিভ্রাটের কথা জানিয়েছিল