Twitter Blue Subscribers Can Now Post Longer Tweets; টুইটার ব্লু টিক সাবস্ক্রাইবার এবার করতে পারবেন লম্বা টুইট
টুইটারে বেশি শব্দ লিখতে হলে গুনতে হবে অতিরিক্ত অর্থ
সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারের গুরুত্ব বাড়ছে প্রতিনিয়ত। ইলন মাস্কের টুইটার অধিগ্রহনের পর থেকেই নতুনভাবে তা ঢেলে সাজানোর চেষ্টা করছেন। সম্প্রতি নতুন এক নির্দেশিকা জারি করেছে টুইটার। যেখানে ৪০০০ শব্দের বেশি শব্দ টুইটারে লিখলে দিতে হবে অতিরিক্ত টাকা। প্রতি মাসে ৯০০ টাকা করে চার্জ দিতে হবে অতিরিক্ত শব্দ লেখার জন্য। তবে ফ্রী ব্যবহারকারীদের জন্য ২৮০ শব্দ বরাদ্দ রাখছে টুইটার কতৃপক্ষ।
টুইটারের এমন নির্দেশিকার পর অনেকেই হাস্যকর বিবৃতিতে টুইট করা শুরু করেছেন।দেখে নিন সেই সব টুইট।