Samsung Galaxy M51 India Launch: ৭ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি, বাজেট-ফ্রেন্ডলি চমকে দেওয়া ফিচারের ফোন আনল সামস্যাং
উত্তর কোরিয়ার স্মার্টফোন সংস্থা সামস্যাং ভারতের স্মার্টফোন দুনিয়ায় নিয়ে এল Galaxy M51। ১৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে কেনা যাবে স্মার্টফোনটি, Amazon.in & Samsung.com-এ HDFC ব্যাঙ্কের কার্ডে কিনলে মিলবে ২ হাজার টাকার ছাড়। Galaxy M51-এ রয়েছে FHD+ সুপার AMOLED প্লাস ইনফিনিটি- O কর্নিং গোরিলা গ্লাস ডিসপ্লে। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 730G চিপসেট।
উত্তর কোরিয়ার স্মার্টফোন সংস্থা সামস্যাং ভারতের স্মার্টফোন দুনিয়ায় নিয়ে এল Galaxy M51। ১৮ সেপ্টেম্বর থেকে অনলাইনে কেনা যাবে স্মার্টফোনটি, Amazon.in & Samsung.com-এ HDFC ব্যাঙ্কের কার্ডে কিনলে মিলবে ২ হাজার টাকার ছাড়। Galaxy M51-এ রয়েছে FHD+ সুপার AMOLED প্লাস ইনফিনিটি- O কর্নিং গোরিলা গ্লাস ডিসপ্লে।
স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 730G চিপসেট।
স্মার্টফোনটিতে রয়েছে Sony IMX682 সেন্সর-সহ ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ১২ এমপি আলট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ এমপি ডেপথ সেন্সর এবং ৫ এমপি ম্যাক্রো শুটার-সহ কোয়াড রিয়ার ক্যামেরা মডিউল। সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ৩২ এমপি স্ন্যাপার। সামস্যাংয়ের নতুন গ্যালাক্সি M51 স্টোরেজের দিক থেকে দু'ধরণের পাওয়া যাচ্ছে- ৬ জিবি ব়্যাম+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি ব়্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
স্মার্টফোনটিতে রয়েছে ২৫W ফাস্ট এবং রিভার্স চার্জিং সাপোর্ট-সহ ৭ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি। স্মার্টফোনটিতে UI Core 2.1 অপারেটিং সিস্টেম-সহ স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১০। Samsung Galaxy M51-র দাম ২৪,৯৯৯ টাকা ( ৬ জিবি ব়্যাম+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ) থেকে এবং ২৬,৯৯৯ টাকা ( ৮ জিবি ব়্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ), বাজেট অনুযায়ী চুজ করে নিন যেকোনও একটা।