Modi Govt Warns iPhone Users: আইফোন ব্যবহারকারীদের স্পর্শকাতর তথ্য চুরি যাওয়ার প্রবল সম্ভাবনা, সতর্ক করল কেন্দ্র

স্যামসং-এর পর এবার আইফোন। ব্যবহারকারীদের স্পর্শকাতর তথ্য চুরি যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করল কেন্দ্র। ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমের তরফে স্যামসং-এর ক্ষেত্রে যে সতর্ক বার্তা দিয়েছিল তারই যেন পুনরাবৃত্তি করল অ্যাপেল পণ্যের ক্ষেত্রেও।

Photo Credits: Pixabay, Wikipedia

নয়াদিল্লি: স্যামসং (Samsung)-এর পর এবার আইফোন (iPhone)। ব্যবহারকারীদের স্পর্শকাতর তথ্য (sensitive information) চুরি যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করল কেন্দ্র (Indian Government)। ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমের (Indian Computer Emergency Response Team) তরফে স্যামসং-এর ক্ষেত্রে যে সতর্ক বার্তা দিয়েছিল তারই যেন পুনরাবৃত্তি করল অ্যাপেল পণ্যের ক্ষেত্রেও। তাদের জারি করা সতর্কতায় জানানো হয়েছে, এই পণ্যে একাধিক দুর্বলতা রয়েছে যা ব্যবহারকারীর ডেটা এবং ডিভাইসের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হতে পারে।আরও পড়ুন: AI Media Editing Tool: ইনস্টাগ্রামের নতুন 'ব্যাকড্রপ' টুল দিয়ে আপনার ফটো হবে আরও আকর্ষণীয়

অ্যাপেল (Apple) পণ্যগুলিতে একাধিক দুর্বলতা উল্লেখ করা হয়েছে যা একজন হ্যাকারকে সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করতে, নির্বিচারে কোড কার্যকর করতে, নিরাপত্তা বিধিনিষেধ বাইপাস করতে, পরিষেবার (DoS) শর্তগুলি অস্বীকার করতে, প্রমাণীকরণকে বাইপাস করতে, উন্নত সুবিধাগুলি অর্জন করতে এবং লক্ষ্যযুক্ত সিস্টেমগুলিতে স্পুফিং আক্রমণ করতে পারে। বিজ্ঞপ্তিতে উল্লেখ্য পণ্যগুলির মধ্যে রয়েছে iOS, iPadOS, macOS, tvOS, watchOS এবং Safari ব্রাউজার।

গত এক এক সপ্তাহে ধরে স্যামসং স্মার্টফোনকে নিয়ে একাধিক সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের খবর, বুধবার জারি করা বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান কমপিউটার এমারজেন্সি রেসপন্স টিমের তরফে স্যামসং গ্যালাস্কি ফোন ব্যবহারকারীদের (GOI Issues Warning for Samsung Galaxy) একাধিক গুরুতর সমস্যা সম্পর্কে জানানো হয়েছে।

বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্যামসং গ্যালাস্কি (Samsung Galaxy) ব্যবহারকারীরা যদি সমস্যার হাত থেকে মুক্তি পেতে চান তাহলে নিজেদের ফোন যখনই আপডেট চাইছে। তখনই আপডেট থাকার চেষ্টা করুন। না হলে সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। আরও পড়ুন: X banned Accounts In India: যৌনতা ও সন্ত্রাসবাদ প্রচারের জের! ভারতের ৩,৩৫, ২৬৯টি অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now