Google Chrome Password Security: গুগল ক্রমের নতুন সেফটি ফিচার, পাসওয়ার্ড ফাঁস হলে চলে আসবে অ্যালার্ট

পাসওয়ার্ড ফাঁস হয়ে গেলে গুগওল ওয়েব ক্রোম ব্যবহারকারীর কাছে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা পাঠিয়ে দেবে।

Google Chrome Password Security: গুগল ক্রমের নতুন সেফটি ফিচার, পাসওয়ার্ড ফাঁস হলে চলে আসবে অ্যালার্ট
গুগল ক্রোম (Photo Credits: Pixabay)

মুম্বই: মাইক্রোসফটের এজ ব্রাউজার (Edge Browser) বর্তমানে বিপুল জনপ্রিয় হয়ে উঠলেও, এখনও লোকজন ক্রোম ব্রাউজার অনেকবেশি ব্যবহার করে থাকেন। অফিসিয়াল কাজের ক্ষেত্রে তো অবশ্যই। যেমন জি মেইল, গুগুল ডক, গুগুল সিট ইত্যাদির মতো জি সুইট ব্যবহারের জন্য গুগুওল ক্রমই (Google Chrome) সেরা। চারিদিকে এতো ওয়েবসাইট, লগ ইন, লগ আউটের ঝক্কি। ইমেল আইডি একটা হলেও পাসওয়ার্ড হাজারখানা থাকে, কোনটা ছেড়ে কোনটা মনে রাখবে! তাই ওয়েব ব্রাউজারই ভরসা, এখানে পাসওয়ার্ড সেভ করে রাখা যায়। কোনওক্রমে সেই পাসওয়ার্ড যদি ফাঁস হয়ে যায় তখন কী করবেন? এবার আর চিন্তা নেই। কোনও কারণে আপনার পাসওয়ার্ড ফাঁস হয়ে গিয়ে থাকলে গুগওল ওয়েব ক্রোম ব্যবহারকারীর কাছে সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা পাঠিয়ে দেবে। আরও পড়ুন: Modi Govt Warns iPhone Users: আইফোন ব্যবহারকারীদের স্পর্শকাতর তথ্য চুরি যাওয়ার প্রবল সম্ভাবনা, সতর্ক করল কেন্দ্র

মার্কিন টেক জায়ান্ট গুগুল তার অত্যন্ত্য জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে এই সেফটি ফিচার (Safety Feature) যোগ করেছে। যা অটোমেটিক্যালি রান করবে ব্যগ্রাউন্ডে। ফলে, ডেক্সটপে বসে অফিসের কাজ করলে, বা নিজের দরকারে ইন্টারনেটে ব্রাউজিং ক্রম এখন পুরোপুরি সুরক্ষিত। পাসওয়ার্ড মনে রাখার চিন্তা অনেকদিন আগেই মুক্ত করে দিয়েছে, এবার পাসওয়ার্ড লিক হওয়ার দুসচিন্তাও কাটল। গুগুল এই সেফটি ফিচার উপলব্ধ করেছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে, সমস্ত ইউজারের কাছে সফটওয়ার আপডেট পৌঁছে যাবে।

দেখুন

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement