Digital Driving License: কীভাবে ডাউনলোড করবেন ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স, জানুন বিস্তারিত
আপনি হয়তো নিজের স্মার্টফোনে ড্রাইভিং লাইসেন্সের কপির ছবি তুলে রেখেছেন। আর দরকারের সময় সেটাই দেখান। কিন্তু, মনে রাখবেন ওটা আপনার লাইসেন্সের যথার্থ পরিপূরক নয়। কিন্তু, আপনার ড্রাইভিং ই লাইসেন্স আপনার ট্রাডিশনাল লাইসেন্সের মতোই কাজ করবে। আসুন জেনে নিই কীভাবে আপনি ডিজিলকার ওয়েবসাইট, পরিবহন সেবা ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ থেকে ডাউনলোড করবেন অনলাইন ই-লাইসেন্স।
আপনি হয়তো নিজের স্মার্টফোনে ড্রাইভিং লাইসেন্সের কপির ছবি তুলে রেখেছেন। আর দরকারের সময় সেটাই দেখান। কিন্তু, মনে রাখবেন ওটা আপনার লাইসেন্সের যথার্থ পরিপূরক নয়। কিন্তু, আপনার ড্রাইভিং ই লাইসেন্স আপনার ট্রাডিশনাল লাইসেন্সের মতোই কাজ করবে। আসুন জেনে নিই কীভাবে আপনি ডিজিলকার ওয়েবসাইট, পরিবহন সেবা ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ থেকে ডাউনলোড করবেন অনলাইন ই-লাইসেন্স (digital driving license)।
পদ্ধতি-১
প্রথমে আপনার স্মার্টফোনে ডিজিলকার (Digilocker website) অ্যাপলিকেশনটি ডাউনলোড করুন। তারপর হোমপেজে থাকা ডকুমেন্ট যা আপনার প্রয়োজন হতে পারে সেকশন থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনটিতে সিলেক্ট করুন। সেটি খোলার পর চলে যান মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে সেকশনে। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বরটি দিয়ে সিলেক্ট করুন রিসিভ দ্য ডকুমেন্ট অপশনে। সেখানে আপনি ড্রাইভিং লাইসেন্স পিডিএফে ডাউনলোডের অপশন পাবেন।
পদ্ধতি-২
পরিবহন সেবা ওয়েবসাইটে (Parivahan Sewa website) প্রবেশ করুন। সেখানে থাকা অনলাইন সার্ভিসেস সেকশনের অন্তর্গত ড্রাইভারস লাইলেন্স রিলেটেড সার্ভিসেসে ক্লিক করুন। ড্রপ-ডাউন মেনু থেকে নিজের রাজ্যের নাম বেছে নিন। আর তারপর ড্রাইভিং লাইসেন্স সেকশন গিয়ে ক্লিক করুন প্রিন্ট ড্রাইভিং লাইসেন্সে। তাতে নিজের আবেদনপত্রের নম্বর ও জন্ম তারিখও দেবেন।
পদ্ধতি-৩
ডিজিলকার ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগইন করুন। পেজটি খোলার পর বাঁ দিকের একদম উপরে থাকা সার্চ ডকুমেন্ট লিঙ্কে সিলেক্ট করুন। এরপর মেনুতে থাকা ড্রাইভার লাইসেন্সে সিলেক্ট করুন। ট্যাপ করুন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজে। আর আপনার ড্রাইভার লাইসেন্স নম্বরটি দিয়ে সিলেক্ট করুন গেট দ্য ডকুমেন্টে।