Adhaar-PAN Link: আর ক দিন পরেই শেষ হচ্ছে আধার-প্যান সংযোগ প্রক্রিয়া, না করালে হবে যেসব বড় ক্ষতি

আধার-প্যান কার্ড সংযোগ করার সময়সীমার শেষ দিন দ্রুত এগিয়ে আসছে। এই কাজটা করাটা খুবি জরুরী।

How To Update Aadhar Card (Photo Credits: PTI)

আধার-প্যান কার্ড সংযোগ করার সময়সীমার শেষ দিন দ্রুত এগিয়ে আসছে। এই কাজটা করাটা খুবি জরুরী। কারণ একসঙ্গে অনেকগুলো সুবিধা মেলে সবার। ৩১ মার্চ, ২০২২ থেকে বাড়িয়ে আধার-প্যান লিঙ্কের শেষে দিনের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩১ মার্চ, ২০২৩। তবে এই সংযোগ প্রক্রিয়ার জন্য জরিমানা হিসেবে দিতে হবে হাজার টাকা। চলতি বছর ৩১ মার্চের পর আধারের সঙ্গে সংযোগ না থাকলে সেই প্যান কার্ড বাতিল হয়ে যাবে।

আসুন জেনে নিই আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সুবিধার দিকগুলি--

ব্যক্তিগত দিক থেকে সুবিধা--

১) যে কোনও ধরনের লেনদেনর ক্ষেত্রেই আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ নথি। আধার এবং প্যান কার্ড সংযোগ বা লিঙ্ক করলে সব ধরনের আর্থিক লেনদন আয়কর বিভাগ অডিট করতে পারে।

২) আধার-প্যান লিঙ্ক না করা থাকলে আগামী বছর থেকে আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে না।

৩) আধার-প্যান কার্ড সংযোগ করা থাকলে আয়কর বিভাগের কাছে বিভিন্ন ধরনের রশিদ অথবা ই স্বাক্ষরের মত জিনিস জমা দেওয়ার প্রয়োজন হয় না। এই কাজগুলো অটোমেটিক ই-ভেরিফিকেশনের মাধ্যমে হয়ে যায়।

৩) আধার-প্যান লিঙ্ক না করালে প্যান কার্ড বাতিল হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।

৪) আধার-প্যান সংযোগ করা থাকলে অনেক নথি র দরকার পড়ে না। বহু নথি জমা দেওয়ার সমস্যা থেকে মুক্তি মেলে।

৫) আধার কার্ড পরিচয় পত্র এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজে দেয়। যা যে কোনও ব্যক্তির কাছে খুব কাজে দেয়।

সরকারের কাছে

১) আধার-প্যান সংযোগ করা থাকলে কর ফাঁকি দেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সহজেই ধরে ফেলতে পারে সরকার। তাতে দেশের লাভ হয়।

২) অবৈধ লেনদেন ধরতে সুবিধা হয়

৩) কালো টাকা ধরতে সুবিধা হয়

৪) অর্থ পাচার রুখতে সুবিধা হয়

৫) আর্থিক লেনদেনে দুর্নীতি ধরতে সাহায্য করে