UPI Photo Credit: File Image

দিল্লি, ২৮ নভেম্বর: জালিয়াতি রোধে নয়া পদক্ষেপ। অনলাইন ট্রান্সফারে জালিয়াতি রোধে এবার ২ হাজার টাকার নোটের উপর বেশ কিছুটা বিলম্ব হতে পারে। ২ হাজার টাকা ট্রান্সফারে এবার ৪ ঘণ্টা করে সময় লাগতে পারে।  জালিয়াতি রোধ করতেই এমন ব্যবস্থা। ডিজিটাল পেমেন্টে জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকারের তরফে এই ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে প্রকাশ্যে এসেছে এমনই একটি খবর। সাইবার নিরাপত্তায় যাতে কোনও ধরনের ঘাটতি না থাকে, তার জন্যই এই  ধরনের পদক্ষেপ করা হতে পারে বলে খবর।

যদি নয়া নিয়ম লাগু হয় তাহলে পরিমাপটি তাৎক্ষণিক অর্থপ্রদান পরিষেবা (IMPS), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এবং এমনকি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI) এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টের একটি বিস্তৃত  পরিসর এর আওতাভুক্ত হতে পারে বলে খবর।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Flipkart UPI: অনলাইন লেনদেনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবার বাজারে এল ফ্লিপকার্ট ইউপিআই, কীভাবে, কারা ব্যবহার করবেন জানুন বিস্তারিত

Emmanuel Macron Visit To India: ফরাসি প্রেসিডেন্টকে রাম মন্দিরের প্রতিরূপ উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদি, ইউপিআই পেমেন্ট পদ্ধতিতে উচ্ছ্বসিত ইমানুয়েল ম্যাক্রোঁ (দেখুন ভিডিও)

UPI: এই ভুলটি করলেই চিরতরে বন্ধ হয়ে যাবে আপনার UPI ID, কীভাবে সক্রিয় রাখবেন জানুন

Mann Ki Baat: ২৬/১১ হামলা থেকে UPI সাফল্য, রেডিয়োর ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সরব প্রধানমন্ত্রী মোদী

Nimbu Pani via UPI: ভারতের রাস্তায় লেবু জলের দোকানেও ডিজিটাল পেমেন্ট! দেখে খুশি অজি উপ প্রধানমন্ত্রী

Seamless Transactions: চালু হলো ইউপিআই ইন্টারঅপারেবিলিটি, ডিজিটাল লেনদেনে স্টেট ব্যাঙ্কের গ্রিন সিগন্যাল

Volker Wissing Use UPI: ভারতে ইউপিআইয়ের মাধ্যমে সবজির টাকা মিটিয়ে অভিভূত জার্মানির ডিজিটাল ও পরিবহন মন্ত্রী, দেখুন ভিডিয়ো

UPI-Based Payment In Sri Lanka:শ্রীলঙ্কায় ইউ পি আই চালু করার জন্য স্বাক্ষরিত হয়েছে চুক্তি , জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (দেখুন সাংবাদিক সম্মেলন)