Wriddhiman Saha: বাংলা ছেড়ে ত্রিপুরায় যোগ দিচ্ছেন ঋদ্ধিমান সাহা!
বাংলা ছেড়েছেন, এবার ত্রিপুরার হয়ে ক্রিকেট খেলতে চলেছেন শিলিগুড়ির তারকা উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা।
কলকাতা, ৫ জুলাই: বাংলা ছেড়েছেন, এবার ত্রিপুরার হয়ে ক্রিকেট খেলতে চলেছেন শিলিগুড়ির তারকা উইকেটকিপার ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। খবরে এমনই প্রকাশ। দেশের হয়ে ৪০টি টেস্ট খেলা ঋদ্ধি-র সঙ্গে ত্রিপুরা ক্রিকেট সংস্থার চুক্তি হতে চলেছে ১৫ জুলাই। ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেন শিলিগুড়ির পাপালি। আগামী অক্টোবরে ৩৮- বছরে পা দিতে চলা ঋদ্ধির জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে গিয়েছে।
তবে আইপিএলে চুটিয়ে খেলে এবার গুজরাট টাইটান্সের জার্সিতে খেতাব জিতেছেন। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার বাংলার হয়ে খেলেছিলেন ঋদ্ধি। বাংলার জার্সিতে প্রথমবার রঞ্জিতে খেলেছিলেন অসমের বিরুদ্ধে ২০০৭ সালের এপ্রিলে।
দেখুন টুইট
জাতীয় দলের দরজা খোলেন ২০১০ সালে। শেষবার দেশের হয়ে খেলেন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে গত বছর ডিসেম্বরে।