WI vs ZIM, 1st Test: সেঞ্চুরি ব্রেথওয়েট-জুনিয়র চন্দ্রপলের, ওপেনিং জুটিতে ২২১ অপরাজিত, ফিরল পুরনো ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট এক সঙ্গে দুই ওপেনারের সেঞ্চুরি। ওপেনিং জুটিতে ২০০ প্লাস করেও অপরাজিত। এমনটা কতদিন হয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে।

West Indies were 221/0 at stumps on Sunday. (Photo Credits: Twitter)

টেস্ট এক সঙ্গে দুই ওপেনারের সেঞ্চুরি। ওপেনিং জুটিতে ২০০ প্লাস করেও অপরাজিত। এমনটা কতদিন হয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সেটাই হচ্ছে জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়া টেস্টে। বিলুপ্তপ্রায় ক্যারিবিয়ান ক্রিকেটকে আশা জাগিয়ে সেঞ্চুরি করলেন দুই ওপেনার ত্যাগনারিন চন্দ্রপল ও ক্রেগ ব্রেথওয়েট। জিম্বাবোয়ের বিরুদ্ধে বুলাওয়েতে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে জুনিয়র চন্দ্রপল ১০১ রানে ও ব্রেথওয়েট ১১৬ রানে অপরাজিত থাকলেন। প্রথম ইনিংসে বিনা উইকেটে ২২১ রানে দাঁড়িয়ে ক্যারিবিয়ান। টেস্টের দুটো দিন হয়ে গেল, ৮৯ ওভার বল করেও ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে আউট করতে পারলেন না জিম্বাবোয়ের বোলাররা।

আজ, সোমবার ম্যাচের তৃতীয় দিনে ব্রেথওয়েট-চন্দ্রপলের কাছে সুযোগ থাকছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ত্রিশতরানের নজির গড়ার। ক্যারিবিয়ান ক্রিকেটে পাঁচ দিনের ক্রিকেটে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড হল গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হাইন্সের (২৯৮)। আরও পড়ুন-এই বয়সেও অধিনায়ক ইউসুফ পাঠান

দেখুন টুইট

ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার শিবনারায়ন চন্দ্রপলের ছেলে ত্যাগনারিন তার কেরিয়ারের তৃতীয় টেস্টে সেঞ্চুরি করে নজির গড়েলন। বাবা-ছেলে উভয়েই সেঞ্চুরি করা ১১তম নজির গড়লেন চন্দ্রপল অ্যান্ড সন্স। ক্রেগ ব্রেওয়েটকে বাদ দিলে ২০১৩-র পর ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওপেনার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন ত্যাগনারিন। অন্যদিকে,



@endif