NZ vs ENG 2nd Test: ওয়েলিংটনে অবিশ্বাস্য প্রত্যাবর্তন কিউইদের, ফলো অন হজম করে নেমে কেনের সেঞ্চুরিতে ঘুরল খেলা

ওয়েলিংটন টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল নিউ জিল্যান্ড। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে কেন উইলিয়ামসনের অনবদ্য সেঞ্চুরি

Kane Williamson (Photo Credits: IANS)

ওয়েলিংটন টেস্টে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াল নিউ জিল্যান্ড। সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে কেন উইলিয়ামসনের অনবদ্য সেঞ্চুরি, টম ব্লান্ডেলের ৯০ রানের ইনিংসে ভর করে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান তুলে ওয়েলিংটন টেস্ট জমিয়ে দিল কিউইরা। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৪৩৫ রানের জবাবে মাত্র ২০৯ রানে অল আউট হয়ে ফলো অনের লজ্জার মুখে পড়েছিল কিউইরা। এরপর ফলো অন হজম করে দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করেন কেন উইলিয়ামস। একেবারে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে টেস্টে তাঁর ২৬তম সেঞ্চুরিটা করলেন কেন।

ভাল ব্যাটিং করলেন ড্যারি মিচেল (৫৪)। একটুর জন্য সেঞ্চুরি হাতছাড়া করা উইকেটকিপার-ব্যাটার ব্লান্ডেল (৯০) দলের রানকে লড়াইয়ের মত জায়গায় নিয়ে গেলেন। দুই কিউই ওপেনার টম লাথাম (৮৩) ও ডেভন কনওয়ে (৬১) দ্বিতীয় ইনিংসে শুরু থেকে দারুণ লড়াই করে দলের প্রত্যাবর্তনের ভিত গড়েন। প্রথম উইকেটে লাথাম-কনওয়ে ১৪৯ রানের পার্টনারশিপ গড়েন। আর সপ্তম উইকেটে উইলিয়ামসন-ব্লান্ডেল করেন ১৫৮ রানের পার্টনারশিপ। আরও পড়ুন-১০ রানে অল আউটের বিশ্বরেকর্ড, ২ বলেই রান তাড়া করে জিতল স্পেন

দেখুন টুইট

ম্যাচ ও সিরিজ জিততে হলে টেস্টের চতুর্থ ইনিংসে ২৫৮ রান করতে হবে, এমন শর্তে খেলতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪৮ রান। কিউই পেসার টিম সাউদির বলে আউট হন ইংল্য়ান্ডের ওপেনার জ্যাক ক্রাউলি (২৪)। নাইটওয়াচম্যান ওলি রবিনসনের সঙ্গে ক্রিজে আছেন ওপেনার বেন ডাকেট (২৩ অপরাজিত)। মঙ্গলবার, শেষ দিনে জিততে হলে ইংল্যান্ড আর করতে হবে ২১০ রান, হাতে ৯ উইকেট। দু ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ড ১-০ এগিয়ে।

২০০১ ইডেন গার্ডেন্সে ভারতকে ফলো অন করানোর পরেও স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার অপ্রত্যাশিত হারের পর আধুনিক টেস্ট ক্রিকেটে আর কোন দল ফলো অন করাতে রাজি হয় না। কিন্তু ব্রেন্ডন ম্যাকালামের আমলে অতি সাহসি ক্রিকেট খেলা ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ওয়েলিংটনে টিম সাউদির কিউইদের ফলো অন করান। এরপর সাউদিদের দারুণ প্রত্যাবর্তনে ইডেনের আতঙ্ক ফিরল কি?

চতুর্থ দিনের শেষে ওয়েলিংটন টেস্টের স্কোরবোর্ড

ইংল্যান্ড : ৪৩৫/৮, ৪৮/১

নিউ জিল্যান্ড: ২০৯ (ফলো অন), ৪৮৩

ইংল্যান্ডের জিততে চাই ২১০ রান, হাতে ৯ উইকেট।