Virat Kohli Staring To Saurav Ganguly: দিল্লির ডাগ আউটে বসা সৌরভের দিকে কড়া চোখে চাউনি বিরাট কোহলির, দেখুন ভিডিয়ো
দু জনের সম্পর্ক নিয়ে কত কথা, কত আলোচনা। দু জনেই এখন প্রাক্তন। একজন প্রাক্তন অধিনায়ক, আরেকজন প্রাক্তন বোর্ড সভাপতি।
বেঙ্গালুরু, ১৫ এপ্রিল: দু জনের সম্পর্ক নিয়ে কত কথা, কত আলোচনা। দু জনেই এখন প্রাক্তন। একজন প্রাক্তন অধিনায়ক, আরেকজন প্রাক্তন বোর্ড সভাপতি। ক্ষমতায় থাকাকালীন দু জনের সম্পর্কটা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। অধিনায়ত্ব থেকে টিম ইন্ডিয়ার আইসিসি-ট্রফিতে পারফরম্যান্স ইস্যুতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে সরাসরি সংঘাত লেগেছিল বিরাট কোহলির। সৌরভকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্যও করেছিলেন বিরাট।
দাদা-বিরাটের সম্পর্কটা তেমন মধুর নয় জেনে সবাই এখন দু জনের দ্বৈরথের সুযোগ খুঁজে। শনিবার চিন্নাস্বামীতে আরসিবি নেমেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আর সেখানে ঘটল এক কাণ্ড। রান তাড়া করতে নামে দিল্লির ইনিংসের ১৮তম ওভারে ব্যাটার আমন হাকিম খানের ক্যাচ বাউন্ডারির ধারে দাঁড়িয়ে লোফেন বিরাট কোহলি। বল করছিলেন মহম্মদ সিরাজ। আরও পড়ুন-টানা পাঁচ ম্যাচে হার দিল্লির
ক্যাচটা নিয়েই বিরাট বেশ কড়া চোখে তাকান দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে। সেখানে তখন বসে দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্য়ায়। পুরো ঘটনাটা ধরা পড়ে ক্য়ামেরায়। আপাতভাবে ভিডিয়োটি দেখে মনে হচ্ছে বিরাট বেশ কড়া চোখে তাকিয়ে জবাবের ভঙ্গিতে চাইলেন সৌরভের দিকে।
দেখুন ছবিতে
দেখুন ভিডিয়ো
যদিও এক ঝলকে দেখানো ভিডিয়োতে পুরোপুরি পরিষ্কার নয়। কিন্তু ধোঁয়া উড়লে যেমন সেখানে আগুন জ্বলার প্রমাণ বলে ধরা নেওয়া হয়। এখানেও তেমনটা হয়েছে বলে মনে হয়।