Virat Kohli: আর শূন্য শূন্য ৯-য়, ফর্মে ফিরে বিরাটের হাফ সেঞ্চুরি, স্টেডিয়ামে উচ্ছ্বাস অনুষ্কার

আইপিএলে ফর্মে ফিরলেন আরসিবি-র মহাতারকা বিরাট কোহলি। পরপর দুটো ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর গত ম্যাচে বিরাট করেছিলেন মাত্র ৯ রান। ভারতের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী সহ অনেকেই বলেছিলেন, বিরাটের এবার বিশ্রাম নেওয়া প্রয়োজন।

Anushka Sharma like a proper fan. (Photo Credits: Twitter)

মুম্বই, ৩০ এপ্রিল: আইপিএলে ফর্মে ফিরলেন আরসিবি-র মহাতারকা বিরাট কোহলি (Virta Kohli)। চলতি আইপিএলে পরপর দুটো ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর গত ম্যাচে বিরাট করেছিলেন মাত্র ৯ রান। ভারতের প্রাক্তন কোচ রবী শাস্ত্রী সহ অনেকেই বলেছিলেন, বিরাটের এবার বিশ্রাম নেওয়া প্রয়োজন। কিন্তু শনিবার দুপুরে ব্রাবোর্ন স্টেডিয়ামে গুজরাট টাইটন্স-এর বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে ফর্মে ফিরলেন বিরাট। চলতি আইপিএলে প্রথম হাফ সেঞ্চুরি করলেন ভারত ও আরসিবি-র প্রাক্তন অধিনায়ক। ১৪ ম্যাচ পর আইপিএলে হাফ সেঞ্চুরি করে বিরাট যখন ব্যাট তুললেন, তখন গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে উঠে তাঁকে অভিনন্দন জানিয়ে স্বস্তির নি:শ্বাস ফেললেন। এদিনে বিরাটের ইনিংস সাজানো ছিল ৬টা বাউন্ডারি আর একটা বাউন্ডারি দিয়ে।

তবে সবচেয়ে উচ্ছ্বসিত দেখাল বিরাট পত্নী অনুষ্কা শর্মা-কে। আইপিএলে কোহলির এটি ৪৩তম হাফ সেঞ্চুরি। অনুষ্কা একেবারে লাফিয়ে উঠলেন বিরাটের ফর্মে ফেরা হাফ সেঞ্চুরি দেখে। শেষ অবধি ৫২ বলে ৫৮ রানের ইনিংস খেলে গুজরাট টাইটান্সের বাংলার পেসার মহম্মদ সামি-র বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে আরসিবি করে ৬ উইকেটে ১৭০ রান। বিরাটের আউটের পর গ্লেন ম্যাক্সওয়েল ১৮ বলে ৩৩ রানের দারুণ ইনিংস খেলে দলের রানকে লড়ার মত জায়গায় নিয়ে যান। আরও পড়ুন: এশিয়ান ব্যাডমিন্টনে প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ, ব্রোঞ্জ পিভি সিন্ধু-র

দেখুন ছবি

শূন্য রানে ফাফ দুপ্লেসি আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে রজত পাতিদারকে সঙ্গে নিয়ে দারুণ ব্যাটিং করতে থাকেন বিরাট। বিরাট-রজত দ্বিতীয় উইকেটে ৭৪ বলে ৯৯ রান যোগ করেন। রজত পাতিদার ৩২ বলে ৫২ রান করেন। চার বছর পর আইপিএলে খেলতে নেমে গুজরাট টাইটান্সের পেসার প্রদীপ সাঙ্গওয়ান ৪ ওভারে ১৫ রান দিয়ে নিলেন ২ উইকেট।



@endif