IND vs PAK, Asia Cup: কলম্বোয় বৃষ্টি থামতেই কোহলি-রাহুলের ব্যাটে ঝড়, জোড়া সেঞ্চুরিতে আফ্রিদিদের উড়িয়ে ভারতের ৩৫৬ রান

আফ্রিদিদের বোলিংকে কার্যত ছেলেখেলা কোহলি-রাহুল কলম্বোয় ঝড় তুললেন। ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।

রিজার্ভ ডে-তে মাতিয়ে দিলেন ভারতের দুই তারকা ব্যাটার বিরাট কোহলি, লোকেশ রাহুল। এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন কোহলি ও রাহুল। বৃষ্টি থেমে ম্যাচ শুরু হতে কেমন যেন মিইয়ে গেল পাক বোলিং। আফ্রিদিদের বোলিংকে কার্যত ছেলেখেলা কোহলি-রাহুল কলম্বোয় ঝড় তুললেন। কোহলি, রাহুলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ভারত করল ২ উইকেটে ৩৫৬ রান। ওয়ানডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এটি যুগ্ম সর্বোচ্চ রান।

২০০৫ সালে বিশাখাপত্তনামে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৫০ ওভারে করেছিল ৯ উইকেটে ৩৫৬ রান। দেশের বাইরে ওয়ানডে-তে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান করল টিম ইন্ডিয়া।

দেখুন কী করে সেঞ্চুরিতে পৌঁছলেন কোহলি

বিরাট কোহলি ৯৪ বলে ১২২ ও লোকেশ রাহুল ১০৬ বলে ১১১ রান করে অপরাজিত থাকলেন। আজ, সোমবার রিজার্ভ ডে-তে টিম ইন্ডিয়ার কোনও উইকেট পড়ল না।

তৃতীয় উইকেটে কোহলি-রাহুল রেকর্ড অবিচ্ছদ্য ২৩৩ রান যোগ করলেন। পাকিস্তানের বিরুদ্ধে এই মেগা ম্যাচে ভারতের যে চারজন ব্যাটার নামলেন তারা সবাই অন্তত হাফ সেঞ্চুরি করলেন-রোহিত শর্মা (৫৬), শুবমন গিল (৫৮), বিরাট কোহলি (১২২ অপরাজিত) ও রাহুল (১১১ অপরাজিত)। পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদিকে নিয়ে অনেক কথা হচ্ছিল। পাক সংবাদমাধ্যমে ফলাও করে বলা হচ্ছিল, আফ্রিদি একাই শেষ করে দেবেন কোহলিদের। হল ঠিক উল্টো। আফ্রিদির ১০ ওভারে কোহলি-রাহুলরা করলেন ৭৯ রান।

দেখুন স্কোরবোর্ড

এদিন, ৮৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৭তম, ওয়ানডে-তে ৪৭তম ও কলম্বোর মাঠে টানা চতুর্থ সেঞ্চুরিটা করলেন কিং কোহলি। কোহলি ৩টি ওভার বাউন্ডারি ও ৯টা বাউন্ডারি হাঁকান। সেখানে রাহুল হাকান এক জন বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি।

তার আগে ৯৯ বলে ওয়ানডে-তে তাঁর কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা পূর্ণ করলেন রাহুল। ওয়ানডে ক্রিকেটে ৩০ মাস পর সেঞ্চুরি করলেন রাহুল। চোট থেকে দীর্ঘ পাঁচ মাস পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে খেলতে নেমে যাবতীয় সমালোচনার জবাব দিলেন রাহুল। শ্রেয়স আইয়ার চোট না পেলে রাহুলের হয়তো এই ম্যাচে খেলাই হত না। পাক বোলারদের যেভাবে খেললেন রাহুল, তাতে মনে হচ্ছে দেশের মাটিতে বিশ্বকাপে তিনি রোহিত শর্মার বড় অস্ত্র হতে চলেছেন।

দেখুন টুইট

গতকাল, রবিবার ২৪.১ ওভারে কলম্বোয় ভারত প্রথমে ব্যাট করতে নেমে ২৪.১ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৪৭ রানে থাকা অবস্থায় বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায়। আজ, সোমবার দিনের খেলার শুরুতেও হয় বৃষ্টি। তবে নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক পর খেলা শুরু হতেই কোহলি-রাহুলের ব্যাটে ঝড় ওঠে।