Virat Kohli Retire: বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর বিরাট কোহলির

বিশ্বকাপ জেতার পর দেশের জার্সিতে আর টি টোয়েন্টি ফর্ম্যাটের ম্যাচ খেলবেন না বলে ঘোষণা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের কোহলির ইনিংসটা শেষ পর্যন্ত বড় ফারাক গড়ে দিল।

Virat-Kohli-50 Century Photo Credit: Twitter

বিশ্বকাপ জেতার পর দেশের জার্সিতে আর টি টোয়েন্টি ফর্ম্যাটের ম্যাচ খেলবেন না বলে ঘোষণা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ফাইনালে চাপের মুহূর্তে ৫৯ বলে ৭৬ রানের কোহলির ইনিংসটা শেষ পর্যন্ত বড় ফারাক গড়ে দিল। জীবনের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে বিশ্বকাপ জিতে সবচেয়ে পুচকে ফর্ম্যাটে অবসরটা স্মরণীয় করে রাখলেন ৩৫ বছরের কোহলি। এদিন ফাইনালে ম্যাচের সেরাও হলেন কোহলিই। দেশের হয়ে ১২৫টি T-টোয়েন্টি ম্যাচ খেলে কোহলি করেছেন ৪১৮৮ রান। সর্বোচ্চ স্কোর ১২২ অপরাজিত, ব্যাটিং গড় ৪৮.৬৯, স্ট্রাইক রেট ১৩৭।

২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারাতে দেশের হয়ে প্রথমবার টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন কোহলি। এবার তিনি টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে মনসংযোগ করতে চান বলে কোহলি জানালেন।

দেখুন খবরটি

টিম ইন্ডিয়াকে শেষবার কোচিং করালেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ জিতেই কোচ হিসেবে শেষ হল দ্রাবিড়ের এবারের কোচিং কেরিয়ার। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ লিগে বিদায়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে মাথা হেঁট করে ইনিংস শেষ হয়েছিল অধিনায়ক দ্রাবিড়ে। ১৭ বছর পর সেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই জীবনের প্রথম বিশ্বকাপ জিতলেন দ্রাবিড়। বিশ্বকাপের খরা দেশের সঙ্গে কাটল কোচ দ্রাবিড়েরও।