Virat Kohli: হেরেও মিলল পুরস্কার! লিটন দাসকে ব্যাট উপহার কোহলির
বাংলাদেশ হারলেও গত বুধবার গোটা ক্রিকেট বিশ্বের তারিফ কুড়িয়েছেন তাঁদের ক্রিকেটার লিটন দাস। তার পুরস্কার স্বরূপ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত ভারতের বিরাট কোহলি তাঁকে নিজের ব্যাটটি উপহার হিসেবে দিলেন।
নয়াদিল্লি: বাংলাদেশ (Bangladesh) হারলেও গত বুধবার গোটা ক্রিকেট বিশ্বের (World) তারিফ কুড়িয়েছেন তাঁদের ক্রিকেটার লিটন দাস (Liton Das)। তার পুরস্কার স্বরূপ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত ভারতের (India) বিরাট কোহলি (Virat Kohli) তাঁকে নিজের ব্যাটটি (bat) উপহার (gift) হিসেবে দিলেন।
টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ ম্যাচ (Super 12 match) খেলতে গিয়ে গত বুধবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে (Adelaide Oval) ডিএলস (DLS) নিয়ম অনুযায়ী পাঁচ রানে ভারতের কাছে হার স্বীকার করে বাংলাদেশ। যদিও পরে ব্যাট করতে নেমে লিটন দাসের ব্যাটের দাপটে প্রায় জয়ের কাছে পৌঁছে গেছিল তারা। মাত্র ২৭ বলে ৬০ রান করে ম্যাচ প্রায় নিজেদের পকেটে ভরে ফেলেছিলেন লিটন। যার ফলে জয়ের স্বপ্ন দেখছিলেন বাংলাদেশের সমর্থকরা। কিন্তু, বৃষ্টি এসে তাঁদের আশা জল ঢেলে দেয়। ২০ ওভারে ১৮৫ রানের লক্ষ্যমাত্রা থেকে ১৬ ওভারে ১৫১ রান করলেই তবে জয়ী হওয়ার সুযোগ তৈরি হয় লিটনদের সামনে। যার কাছাকাছি পৌঁছে গেলেও শেষপর্যন্ত মাত্র ৫ রানে হারতে হয় তাঁদের। ড্রেসিং রুমে ফেরার সময় দারুণ খেলার জন্য লিটন দাসকে অভিনন্দন জানান বিরাট কোহলি। পালটা অভিনন্দন জানান লিটনও। এরপরই নিজের ব্যাটটি লিটনকে ভালো খেলার পুরস্কার হিসেবে বিরাট উপহার দেন জানা গেছে।
এপ্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) ক্রিকেট অপারেশন কমিটির (cricket operations committee) কর্তা জালাল ইউনুস (Jalal Yunus) লিটনকে বিরাটের ব্যাট উপহার দেওয়ার কথা জানান। বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "খেলার পরে আমরা ডাইনিং হলে বসেছিলাম। সেই সময় বিরাট কোহলি এসে লিটন দাসকে একটি ব্যাট উপহার দেন। আমার মতে, এটা লিটনের কাছে একটা অনুপ্রেরণার মুহূর্ত ছিল। এমনিতে লিটন একজন ক্লাস ব্যাটসম্যান। টেস্ট ও একদিনের ম্যাচে সে একজন অসাধারণ খেলোয়াড়। অনেক ক্লাসিক্যাল শট খেলতে দেখেছি। কিছুদিন হল আন্তর্জাতিক টি-২০-তেও দারুণ খেলছেন তিনি।"