IPL Auction 2025 Live

টোকিও-র টিকিট কেটে দেশের প্রথম কুস্তিগীর হিসাবে ২০২০ অলিম্পিকে বিনেশ ফোগাত

দেশের প্রথম কুস্তিগীর হিসাবে ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা পেলেন বিনেশ ফোগাত। কাজাখস্তানে আয়োজিত বিশ্ব মিটে কোয়ার্টার ফাইনালে হারের পর, রেপেচেজ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে জিতে টোকিওর টিকিট নিশ্চিত করলেন বিনেশ।

টোকিও অলিম্পিকে ভিনেশ ফোগাত। (Photo Credits: Twitter @Phogat_Vinesh/File)

দেশের প্রথম কুস্তিগীর হিসাবে ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা পেলেন বিনেশ ফোগাত (Vimesh Phogat)। রিও-র পর টোকিওতেও কুস্তি লড়তে দেখা যাবে বিনেশকে। কাজাখস্তানে আয়োজিত বিশ্ব মিটে ৫৩ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হারের পর, রেপেচেজ রাউন্ডের দ্বিতীয় ম্যাচে জিতে টোকিওর টিকিট নিশ্চিত করলেন বিনেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নম্বর বাছাই কুস্তিগীর সারা হিলদেব্রানদকে ৮-২ হারিয়ে অলিম্পিকের কোটা নিশ্চিত করলেন বিনেশ।

আজ দিনের শেষের দিকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক নির্ধারক ম্য়াচে দুবারের বিশ্বসেরা কুস্তিগীর গ্রিসের মারিয়া প্রেভোলারাকির বিরুদ্ধে নামছেন বিনেশ। গত রিও অলিম্পিকে ভারতের প্রথম পদকটা এসেছিল মহিলাদের কুস্তিতেই। রিওতে পদকের খরা কাটিয়েছিলেন সাক্ষী মালিক। আরও পড়ুন-ইউরোপের দুই চ্যাম্পিয়ন লিভারপুল-চেলসির হার, মেসিদের ড্র

রিও অলিম্পিকে ভারতের তিনজন মহিলা কুস্তিগীর খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।  বিনেশ ফোগাত, সাক্ষী মালিকের পাশাপাশি খেলেছিলেন ববিতা কুমারি। সাক্ষী পদক জিতলেও বিনেশ, ববিতা শুরুতেই বিদায় নিয়েছিলেন।