Vijay Hazare Trophy 2022: বিজয় হাজারে ট্রফিতে রানের পাহাড়ে তামিলনাড়ু, প্রথম শ্রেণির ক্রিকেটে ভেঙ্গে গেল সব রেকর্ড
তামিলনাড়ুর এই পারফরম্যান্সের আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের,নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভারের খেলায় ৪৯৮ রান করেছিল ইংল্যান্ড। পাশাপাশি একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ২৭৭ রান করে কাউন্টী ক্রিকেটে সারের অ্যালেক্স ব্রাউনের রেকর্ড ভেঙ্গেছেন এন জগদীসান ।
রানের পাহাড় গড়ল তামিলনাড়ু, বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ওপেনার সাই সুধারসন এবং এন জগদীসান এর ওপেনিং জুটির ৪১৬ রানের সৌজন্যে ৫০ ওভারে ৫০৬ রানের রেকর্ড লক্ষ্যমাত্রা দিল তামিলনাড়ু। নারায়ণ জগদীসান অরুণাচল প্রদেশের বিরুদ্ধে তার সেরা ইনিংসটি খেলেন ,২৫টি চার এবং ১৫টি ছয়ের সাহায্যে ২৭৭ রান করেন তিনি। মাত্র ১০২ বলে ১৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৫৪ রানের ইনিংস খেলে আউট হন সাই সুধারসন।
তামিলনাড়ুর এই পারফরম্যান্সের আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল ইংল্যান্ডের,নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভারের খেলায় ৪৯৮ রান করেছিল ইংল্যান্ড। পাশাপাশি একদিনের ক্রিকেটে ব্যক্তিগত ২৭৭ রান করে কাউন্টী ক্রিকেটে সারের অ্যালেক্স ব্রাউনের রেকর্ড ভেঙ্গেছেন এন জগদীসান । ২০০২ সালে ওভালে গ্ল্যামারগানের বিরুদ্ধে ২৬৮ রান করেছিলেন অ্যালেক্স ব্রাউন। জগদীশান এবং সাই সুধারসনের ৩৮.৩ ওভারে ৪১৬ রানের ওপেনিং জুটির স্কোর ও ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।