Video: শুভমন গিলকে ডাবল সেঞ্চুরি ক্লাবে স্বাগত জানালেন রোহিত শর্মা ও ইশান কিষান, ইশানের না খেলা নিয়ে চলল মজা (দেখুন ভিডিও)

Double Century Club Photo Credit: Twitter@BCCI

শুভমান গিলের দ্বিশতরানের সৌজন্যে  ভারত প্রথম একদিনের ম্যাচে  নিউজিল্যান্ডকে ১২  রানে পরাজিত করে সিরিজে ১-0 তে এগিয়ে এই মুহুর্তে। দুর্দান্ত ডাবল সেঞ্চুরি সহ ২০৮রান করে ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর স্বাগত জানান সকলেই।ডাবল সেঞ্চুরির ক্লাবে শুভমান গিলকে স্বাগত জানান অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিষাণ।ইশান কিষান সদ্য বাংলাদেশের বিপক্ষে নিজের দ্বিশতরান করেছেন।এরপরে দুজনে বিসিসিআই টিভির জন্য শুভমান গিলের সাক্ষাৎকার নিয়েছেন। এই সাক্ষাৎকারের সময় ক্যাপ্টেন রোহিত ঈশান কিষাণকে বলেন ডাবল সেঞ্চুরি করার পর আপনি কীভাবে তিনটি ম্যাচ থেকে  বাদ পড়ে গেলেন, তার পরে ঈশান এমনভাবে উত্তর দেন যে উপস্থিত দুজনেই হাসিতে ফেটে পড়েন।

দেখুন সেই ভিডিও



@endif