US Open 2019: সেরেনা উইলিয়ামসকে হারিয়ে প্রথম কানাডিয়ান হিসাবে গ্র্যান্ডস্লাম জিতলেন ১৯ বছরের বিয়াঙ্কা আন্দ্রেস্কু

আরও একবার গ্র্যান্ডস্লাম ফাইনালে হার সেরেনা উইলিয়ামসের। মা হওয়ার পর থেকে বারবার গ্র্যান্ডস্লাম জয়ের দোরগোড়া থেকে ফেরা সেরেনা, এবার নিজের দেশের মাটিতে ইউএস ওপেনের ফাইনালে হারলেন। অন্যদিকে, ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনাকে হারিয়ে এবারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন কানাডিয়ান তরুণী বিয়াঙ্কা আন্দ্রেস্কু।

কান্না-হাসির দুই চিত্র। কাপ হাতে বিয়াঙ্কা। হারের পর হতাশ সেরেনা। (Photo Credits: Getty)

নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর: US Open 2019:  আরও একবার গ্র্যান্ডস্লাম ফাইনালে হার সেরেনা উইলিয়ামস (Serena Williams)। উইম্বলডনের পর এবার ইউএস ওপেনেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সেরেনাকে। মা হওয়ার পর থেকে বারবার গ্র্যান্ডস্লাম জয়ের দোরগোড়া থেকে ফেরা সেরেনা, এবার নিজের দেশের মাটিতে ইউএস ওপেনের ফাইনালে হারলেন। অন্যদিকে, ২৩টি গ্র্যান্ডস্লাম জয়ী সেরেনাকে হারিয়ে এবারের ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন কানাডিয়ান তরুণী বিয়াঙ্কা আন্দ্রেস্কু (Bianca Andreescu)। দেশের প্রথম খেলোয়াড় হিসাবে গ্র্যান্ডস্লাম খেতাব জিতে ইতিহাস গড়লেন ১৯ বছরের বিয়াঙ্কা। ফাইনালে সেরেনাকে স্ট্রেট সেটে ৬-৪, ৭-৫ হারিয়ে জিতলেন বিয়াঙ্কা।

এবারের ইউএস ওপেনে বিয়াঙ্কার খেতাব জয়টা স্বপ্নের দেখা রূপকথার চেয়েও বেশি অলৌকিক মনে হওয়ার কথা।  ক মাস আগেও চোটের কারণে হাত নাড়াতে পর্যন্ত পারছিলেন না। এরপর চোট সারিয়ে রজার্স কাপ জেতেন। তবে তা বলে গ্র্যান্ডস্লামে এত বড় চমক দিয়ে দেবেন তার আঁচ সেভাবে পাওয়া যায়নি। এই প্রথমবার ১৯ বছরের এই কানাডিয়ান সুন্দরী কোনো গ্র্যান্ডস্লামের দ্বিতীয় রাউন্ডের বাধা টপকেছিলেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ও ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডেই হেরেছিলেন বিয়াঙ্কা। সেখান থেকে এবার ফ্ল্যাশিং মিডোয় একেবারে সেরেনাকে হারিয়ে কাপ জয়। চ্যাম্পিয়ন হওয়ার পর বিয়াঙ্কা বললেন, সব কিছু স্বপ্ন মনে হচ্ছে। আরও পড়ুন-পাকিস্তানের প্রাক্তন লেগ স্পিনার আবদুল কাদির প্রয়াত

অন্যদিকে, মা হওয়ার পর কোর্টে ফিরে এসে চলতি বছরটা দারুণ খেলেও শেষ পর্যন্ত কোনও গ্র্যান্ডস্লাম খেতাব ঘরে তুলতে পারলেন না সেরেনা। উইম্বলডনের ফাইনালে সেরেনাকে হারিয়েছিলেন জাপানের নাওমি ওসাকা। আর এবার ইউএস ওপেনের ফাইনালে সেরেনাকে হারালেন কানাডায় বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এদিকে, আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাফায়েল নাদাল খেলবেন দানিল মেদভেদভের বিরুদ্ধে।