India vs Pakistan, Asia Cup 2023: পাকিস্তানের বিরুদ্ধে মিডল অর্ডারে ইশান কিষাণ, জানুন সম্ভাব্য একাদশ

চোট না সারায় এশিয়া কাপে গ্রুপ লিগের দুটি ম্যাচে খেলতে পারবেন না কেএল রাহুল। এমন কথা টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়।

Ishan Kishan. (Photo Credits:Twitter)

চোট না সারায় এশিয়া কাপে গ্রুপ লিগের দুটি ম্যাচে খেলতে পারবেন না কেএল রাহুল। এমন কথা টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। তখন থেকেই জল্পনা শুরু হয় তাহলে রাহুলের পরিবর্তে কে খেলবেন! আগামিকাল, শনিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচের উইকেটের পিছনে গ্লাভস হাতে দেখা যাবে ইশান কিষাণকে। স্কোয়াডে ব্যাকআপ হিসেবে সঞ্জু স্যামসন থাকলেও, ইশান কিষাণকেই খেলাচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। ইশান যেহেতু ওপেন করেন, তাই মনে করা হচ্ছিল, রাহুলের পরিবর্তে দরকার একজন মিডল অর্ডার ব্যাটারের, তাই মনে করা হচ্ছিল সঞ্জুকেই খেলানো হবে।

কিন্তু টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে রোহিতের সঙ্গে গিল ওপেন করবেন, তিনে কোহলি। আর মিডল অর্ডারে ব্যাট করবেন উইকেটকিপার ইশান কিষাণ। স্পেশালিস্ট পেসার হিসেবে খেলছেন বুমরা, শামি। স্পেশালিস্ট স্পিনার হিসেবে কুলদীপের সঙ্গে দুই স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা থাকছেন। পেসার অলরাউন্ডার হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া। বাবর আজমকে থামাতে কুলদীপকে বেশী করে ব্যবহার করা হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত, গিল, কোহলি, শ্রেয়স, ইশান, হার্দিক, জাদেজা, অক্ষর, কুলদীপ, বুমরা, সামি।