UEFA Euro 2020 Points Table: চেক মেট করে নক আউটে ইংল্যান্ড, স্কটিশদের তিন গোল দিয়ে শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

ইউরো কাপে আটটা দল সরাসরি প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গেল। গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন আর ক্রোয়েশিয়া রানার্স হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল। চেক প্রজাতন্ত্রের সঙ্গে পয়েন্ট ও গোলপার্থক্য সমান হলেও বেশি গোল করার ভিত্তিতে সরাসরি নক আউটে উঠল ক্রোয়েশিয়া।

ইউরো ২০২০ ট্রফি (Photo Credits : Getty Images)

লন্ডন, ২৩ জুন: ইউরো কাপে  (UEFA Euro 2020) আটটা দল সরাসরি প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গেল। গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন আর ক্রোয়েশিয়া রানার্স হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল। চেক প্রজাতন্ত্রের সঙ্গে পয়েন্ট ও গোলপার্থক্য সমান হলেও বেশি গোল করার ভিত্তিতে সরাসরি নক আউটে উঠল ক্রোয়েশিয়া। ক্রোটদের থেকে টুর্নামেন্টে দুটো গোল কমা করায় তৃতীয় হয়ে ঝুলে থাকলে চেক প্রজাতন্ত্রের ভাগ্য। বিদায় নিল স্কটল্যান্ড। চলতি ইউরোর নক আউট পর্বে ১৬টি দেশের মধ্যে সরাসরি ৮টি দেশের নাম ঠিক হয়ে গেল। ইতালি, ওয়েলশ, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রিয়ার পর এবার ইংল্যান্ড, ক্রোয়েশিয়াও প্রি কোয়ার্টার ফাইনালে উঠল। আরও পড়ুন: Euro 2020 Schedule in IST, Free PDF Download: জানুন ভারতীয় সময় অনুযায়ী এবারের ইউরো কাপের ক্রীড়াসূচি, ডাউনলোড করুন ফ্রি পিডিএফ

ঝুলে থাকল সুইজারল্যান্ড, ইউক্রেন, চেক প্রজাতন্ত্রের ভাগ্য। বিদায় নিল তুরস্ক, নর্থ ম্যাসেডোনিয়া, রাশিয়া স্কটল্যান্ড। এার ভাগ্য পরীক্ষা হবে সুপার পাওযার চার দেশ- স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগালের।

মঙ্গলবার রাতে গ্রুপ ডি-র শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-চেক প্রজাতন্ত্র। এই ম্যাচ ড্র হলে দুটিই দলই শেষ ষোলো রাউন্ডে উঠত। কিন্তু গোলপার্থক্যে চেকরা হত প্রথম, ইংল্যান্ড দ্বিতীয়। এই ম্যাচে ইংল্যান্ড ১-০ গোলে হারাল চেক প্রজাতন্ত্রকে। ম্যাচের ১২ মিনিটে রাহেম স্টারলিংয়ের জয়সূচক গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ক্রোয়েশিয়া হেরে যাওয়ায় নক আউটে সরাসরি ওঠার একটা রাস্তা খুলে যায় গ্রুপের অন্য ম্যাচে স্কটিশদের মুখোমুখি হওয়া বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার। ক্টল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে গোলপার্থক্যে চেক প্রজাতন্ত্রকে পিছনে ফেলে সরাসরি প্রো কোয়র্টার ফাইনালে উঠল বিশ্বকাপের ফাইনালিস্টরা।

গ্রুপ এ- ইতালি (৯ পয়েন্ট, গোলপার্থক্য (৭), ওয়েলশ (৪ পয়েন্ট, গোলপার্থক্য ১), সুইজারল্যান্ড (৪ পয়েন্ট, গোলাপার্থক্য (-)১), তুরস্ক (০ পয়েন্ট,, গোলপার্থক্য (-৭))। গ্রুপের সব খেলা শেষ।

ইতালির কাছে হেরেও ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ওয়েলশ। অন্যদিকে, তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে হেরেও ঝুলে থাকল সুইজারল্যান্ডের বিদায়। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যের বিচারে সুইসদের পিছনে ফেলে শেষ ষোলোর নক আউট রাউন্ডে উঠেছেন বেলরা।

গ্রুপ বি- বেলজিয়াম (৯ পয়েন্ট, গোলপার্থক্য (৬)), ডেনমার্ক (৩ পয়েন্ট, গোলপার্থক্য ((১)), ফিনল্যান্ড (৩ পয়েন্ট, গোলপার্থক্য (-২)), রাশিয়া (৩ পয়েন্ট, গোলপার্থক্য (-৫))

এই গ্রুপ থেকে বেলজিয়াম তিনটে ম্যাচের তিনটেতে জিতেই নক আউটে উঠল। আর গ্রুপের বাকি তিনটি তিনটি দলের পয়েন্ট দাঁড়ায় ৩। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় ফিনল্যান্ড ও রাশিয়াকে টপকে নক আউট রাউন্ডে উঠল ডেনমার্ক। গোলপার্থক্যে চতুর্থ হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিল ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়া। গ্রুপে তৃতীয় হওয়া ফিনল্যান্ডকে অপেক্ষা করে থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে।

গ্রুপ সি- নেদারল্যান্ডস (৯ পয়েন্ট), অস্ট্রিয়া (৬ পয়েন্ট), ইউক্রেন (৩ পয়েন্ট), নর্থ ম্যাসেডোনিয়া (০ পয়েন্ট)

এই গ্রুপ থেকে নেদারল্যান্ডস গ্রুপের সব ম্যাচে জিতে শেষ ষোলোয় উঠেছে। শেষ ম্যাচে ইউক্রেনকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে নক আউটে উঠেছে অস্ট্রিয়া। তিন নম্বরে আছে ইউক্রেন। আর সব কটা ম্যাচে হেরে বিদায় নিল নর্থ ম্যাসেডোনিয়া।

গ্রুপ ডি- ইংল্যান্ড (৭ পয়েন্ট, গোলপার্থক্য ২), ক্রোয়েশিয়া (৪ পয়েন্ট, গোলপার্থক্য ১ ), চেক প্রজাতন্ত্র (৪ পয়েন্ট, গোলপার্থক্য ১), স্কটল্যান্ড (১ পয়েন্ট, গোলপার্থক্য -৪)

এই গ্রুপ থেকে এখনও যে কোনও দল নক আউটে উঠতে পারে। গ্রুপের শেষ দুটো ম্যাচেই ফয়সালা হবে নক আউটে কারা উঠবে। মঙ্গলবার শেষ ম্যাচে ইংল্যান্ড খেলবে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। সেই ম্যাচে ড্র হলেই চেক প্রজাতন্ত্র ও ইংল্যান্ড নক আউটে যাবে। তবে এই ম্যাচে ফয়সালা হলেই ভাগ্য খুলে যাবে গ্রুপের অন্য দুটি দলের। সেক্ষেত্রে ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড ম্যাচের জয়ী দল নক আউটে সরাসরি উঠে যেতে পারে। গোলপার্থক্যে এখন গ্রুপ শীর্ষে চেক প্রজাতন্ত্র। ইংল্যান্ডকে রুখে দিয়ে স্কটল্যান্ড এক পয়েন্টে থাকলেও অঘটনের আশায় আছে।

গ্রুপ ই- সুইডেন (৪ পয়েন্ট), স্লোভাকিয়া (৩ পয়েন্ট), স্পেন (২ পয়েন্ট), পোল্যান্ড (২ পয়েন্ট)

আগামী বুধবার শেষ ম্যাচের ওপর নির্ভর করবে অনেক কিছু। গ্রুপের শেষ ম্যাচে স্পেন খেলবে স্লোভাকিয়ার বিরুদ্ধে। আর সুইডেন খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। স্পেন ফের পয়েন্ট খোয়ালে কার্যত বিদায় নেবে।

গ্রুপ এফ: ফ্রান্স (৪ পয়েন্ট), জার্মানি (৩ পয়েন্ট), পর্তুগাল (৩ পয়েন্ট), হাঙ্গেরি (১ পয়েন্ট)

বুধবার শেষ ম্যাচের ওপর সবটা নির্ভর করবে। গ্রুপ অফ ডেথ হিসেবে পরিচিত এই গ্রুপের হিসেব অনেকটা উল্টে গিয়েছে গতকাল ফ্রান্স-হাঙ্গেরি ম্যাচ ড্র হওয়ার পর। শেষ ম্যাচে ফ্রান্স খেলবে পর্তুগালের বিরুদ্ধে, আর জার্মানির মুখোমুখি হবে হাঙ্গেরি। যেভাবে ইউরো চলছে, তাতে এই গ্রুপ থেকে তিনটি দল প্রি কোয়ার্টার ফাইনালে উঠতে পারে। সেক্ষেত্রে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল-তিনটি দলই নক আউটে উঠতে পারে। নিয়ম হল ৬টা গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সরাসরি শেষ ষোলো রাউন্ডে উঠবে। তার মানে ১২টা দল সরাসরি উঠল নক আউট রাউন্ডে, আর ৬টা গ্রুপের তৃতীয় স্থানাধিকারী ৪টি দল নক আউটে উঠবে। কোন দল কত পয়েন্টে শেষ করে সেটার ওপরই ঠিক হবে সেরা চার তৃতীয় স্থানাধিকারী দল। এখন পর্তুগাল হলে ৬টি গ্রুপের মধ্যে সেরা তৃতীয় স্থানে থাকা দল। তবে শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতেই হবে।

কারা নক আউটে উঠে গিয়েছে- ইতালি, ওয়েলশ, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া।

কাদের ওঠার সম্ভাবনা অনেক- , সুইডেন, জার্মানি।

কাদের শেষ ম্যাচ কঠিন, তবে উঠতে পারে- ইউক্রেন, , ফ্রান্স, পর্তুগাল।

তৃতীয় স্থানে থেকে অপেক্ষায় যারা- সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, ইউক্রেন, চেক প্রজাতন্ত্র

কারা বিদায়ের মুখে-  হাঙ্গেরি, পোল্যান্ড।

কোন দল বিদায় নিয়েছে- তুরস্ক, রাশিয়া, নর্থ ম্যাসেডোনিয়া, স্কটল্যান্ড।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now