U19 Women’s T20 World Cup, IND vs SA: শ্বেতার অবিশ্বাস্য ইনিংসে জয় দিয়ে বিশ্বকাপ শুরু শেফালি, রিচাদের

অনুর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপের অভিযান শুরু দিয়ে করল ভারতীয় দল। শেফালি ভর্মার নেতৃত্বে খেলা ভারতীয় মহিলা অনুর্ধ্ব ১৯ দল ৭ উইকেটে হারাল আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে।

Shefali Verma. (Photo Credits: Twitter)

অনুর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপের অভিযান শুরু দিয়ে করল ভারতীয় দল। শেফালি ভর্মার নেতৃত্বে খেলা ভারতীয় মহিলা অনুর্ধ্ব ১৯ দল ৭ উইকেটে হারাল আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকাকে। ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৭ রান তুলে নেয় ভারতীয় অনুর্ধ্ব ১৯ মহিলা দল। ৫৭ বলে ৯২ রানের অপরাজিত খেলে ভারতের জয়ের কারিগর ১৮ বছরের ওপেনার শ্বেতা শেহরওয়াত। ওপেন করতে নামা অধিনায়িকা শেফালি ১৬ বলে ৪৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। ইনিংসের প্রথম পাঁচটা বলে বাউন্ডারি হাঁকানোর পর, শেষ বলে ছক্কা হাঁকান শেফালি। প্রথম ওভারে জয়ের জন্য ১৬৬ রান তাড়া করতে নেমে ভারতের ওপেনিং জুটিতে ৪৩ বলে ৭৭ রান করে দলকে ভাল জায়গায় নিয়ে যান।

শেফালি আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনেন শ্বেতা। ভাল ইনিংস খেলার আগে বল হাতে ৩১ রান দিয়ে দুটি উইকেট নেন শেফালি। ভারতীয় অনুর্ধ্ব ১৯ দলের পরবর্তী ম্যাচ সোমবার, ইউএই-র বিরুদ্ধে। ভারতের গ্রুপের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারায় ইউএই।

প্রসঙ্গত, এই প্রথম অনুর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেয় বাংলাদেশ।