IND vs NZ, CWC 2023: ভারতের বিরুদ্ধে খেলছেন না কেন উইলিয়ামসন, ফিরছেন সাউদি
দুটি দলই এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে তাদের সব কটি ম্য়াচে জিতেছে। এবার দেখার কারা অপরাজিত তকমা বজায় রাখে।
আগামিকাল, রবিবার ধরমশালায় বিশ্বকাপের রাউন্ড রবীন লিগের ম্য়াচে মুখোমুখি ভারত-নিউ জিল্যান্ড। দুটি দলই এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে তাদের সব কটি ম্য়াচে জিতেছে। এবার দেখার কারা অপরাজিত তকমা বজায় রাখে। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না কেন উইলিয়ামসন। কেনের জায়গায় টম লাথামকে ভারতের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেখা যাবে। গত সপ্তাহে চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পাওয়া চোট না সারায় খেলছেন না কেন।
সেই ম্যাচে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন কেন উইলিয়ামসন। চোট এখনও না সারায় তিনি রোহিত শর্মাদের বিরুদ্ধে নামছেন না। চলতি বিশ্বকাপে সেটাই ছিল কেনের প্রথম ম্য়াচ। আইপিএলের সময় লাগা মারাত্মক চোটের পর ৮ মাস পর ওয়ানডে-তে নেমেছিলেন তিনি।
এদিকে, চোট সারিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামতে পারেন তারকা কিউই পেসার টিম সাউদি। ধরমশালায় সাউদির খেলার সম্ভাবনা অনেকটাই আছে বলে জানা যাচ্ছে। সাউদি বরাবর ভারতের বিরুদ্ধে ভাল বল করেন।
ভারতের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, ড্যারি মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিল্পিস, মার্ক চ্যাপম্যান, লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।