The Undertaker Bids Farewell: ৩০ বছরের কেরিয়ারে ইতি টানলেন বিশ্বখ্যাত WWE খেলোয়াড় আন্ডারটেকার
৩০ বছরের কেরিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার (Undertaker)। সারভাইভার সিরিজ ২০২০-তে অফিসিয়ালি ভাবে অবসরের কথা ঘোষণা করলেন বিশ্বখ্যাত এই খেলোয়াড়। চলতি বছরের জুনে 'The Last Ride' ডকুমেন্টরির শেষ এপিসোডে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। অবশেষে, পাঁচমাস পর তাঁকে বিদায় জানালেন সতীর্থরা। ১৯৯০ সালের ২২ নভেম্বর নিজের কেরিয়ার শুরু করেছিলেন আন্ডারটেকার। খেলার শেষ দিনে জন সীনা, দিওয়ানে জনসন তাঁকে আনুষ্ঠানিকভাবে এদিন বিদায় জানালেন।
৩০ বছরের কেরিয়ারে ইতি টানলেন আন্ডারটেকার (Undertaker)। সারভাইভার সিরিজ ২০২০-তে অফিসিয়ালি ভাবে অবসরের কথা ঘোষণা করলেন বিশ্বখ্যাত এই খেলোয়াড়। চলতি বছরের জুনে 'The Last Ride' ডকুমেন্টরির শেষ এপিসোডে অবসরের কথা ঘোষণা করেছিলেন তিনি। অবশেষে, পাঁচমাস পর তাঁকে বিদায় জানালেন সতীর্থরা। ১৯৯০ সালের ২২ নভেম্বর নিজের কেরিয়ার শুরু করেছিলেন আন্ডারটেকার। খেলার শেষ দিনে জন সীনা, দিওয়ানে জনসন তাঁকে আনুষ্ঠানিকভাবে এদিন বিদায় জানালেন।
তিন দশক ধরে ডব্লুডব্লুই-র সঙ্গে নিজেকে পুরোপুরি জড়িয়ে রেখেছিলেন আন্ডারটেকার। নিজের বিদায়ী অনুষ্ঠানে শুধু একটাই কথা বলেন তিনি, যা ভারাক্রান্ত করে তোলে আন্টারটেকরের ভক্তদের। তিনি বলেন, "আন্ডারটেকারের শান্তিতে বিশ্রাম (আরআইপি)-এ যাওয়ার সময় এসে গেছে।" আন্ডারটেকারের অবসর ঘোষণায় নস্ট্যালজিয়ায় আবেগবিহ্বল ভক্তরা।
আন্ডারটেকার। WWE-তে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন তিনি একাধিকবার। আন্ডারটেকারের বিদায় বেলায় তাঁকে বিশেষ সম্মান ম্যাকমোহনের।