IPL Auction 2025 Live

Praggnanandhaa Vs Carlsen Final: বিশ্ব দাবার ফাইনালে কার্লসেনের সঙ্গে সমানে সমানে লড়াই প্রজ্ঞানন্দর, ৩৫ চালের পর প্রথম রাউন্ড ড্র

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনেস কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে সাদা ঘুটি নিয়ে খেলে ড্র করলেন ভারতের ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ।

Rameshbabu Praggnanandhaa is in Chess World Cup (Photo Credit: ChessBase India/ X)

FIDE World Cup Final 2023: বিশ্ব দাবা ফাইনালের শুরুটা দারুণ হল আর প্রজ্ঞানন্দের (Rameshbabu Praggnanandhaa)। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে প্রথম রাউন্ডে সাদা ঘুটি নিয়ে খেলে ড্র করলেন ভারতের ১৮ বছরের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। এদিন প্রথম রাউন্ডে ৩৫টি চালের পর দু জনেই ড্রয়ের সিদ্ধান্ত নেন। আগামিকাল, বুধবার ফাইনালের দ্বিতীয় রাউন্ডের খেলা। ৩১ বছরের কার্লসেন এবার সাদা ঘুটি নিয়ে খেলবেন। প্রথম রাউন্ডে ফাইনালের দুই প্রতিপক্ষই ৩৫টি করে চাল দেন। খেলা চলে তিন ঘণ্টা ধরে।

আজারবাইজানের বাকুতে হচ্ছে এই ফাইনাল। বিশ্বনাথন আনন্দের পর এই প্রথম কোনও ভারতীয় বিশ্ব দাবার ফাইনালে খেলছেন। গতকাল, সোমবার সেমিফাইনালে বিশ্বের দু নম্বর খেলোয়াড় আমেরাকার ফাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফাইনালে খেলার নজির গড়েছেন প্রজ্ঞানন্দ।

দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, টানা দশ বছর বিশ্ব দাবায় শীর্ষস্থানে ছিলেন কার্লসেন। সেখানে এবারের দাবা বিশ্বকাপে দারুণ খেলে প্রথমবার পেশাদার বিশ্ব দাবা ব়্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এ ঢুকে পড়েন চেন্নাইয়ের প্রজ্ঞানন্দ। মাত্র ১০ বছর বয়সে দাবায় আন্তর্জাতিক মাস্টার্স, ও ১২ বছরে গ্র্যান্ডমাস্টার হওয়ার নজির গড়েছেন প্রজ্ঞা।