Team India: সামনে বিশ্বজয় ও এশিয়া জয়ের হাতছানি, ছয় মাসের জন্য তোলা থাকছে ভারতীয় দলের সাদা জার্সি (দেখুন সম্পূর্ণ ক্রীড়া সূচি)
২০২৩ এর ডিসেম্বরের আগে আর টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে না ভারতীয় দলকে। ২৬-৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের শেষ টেস্ট ম্যাচ খেলবে রোহিত বিগ্রেড।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফিতে খেলেছিল টিম ইন্ডিয়া। তাতে ২-১ ব্যবধানে জেতে ভারত। এরপর ২ মাস পর, জুনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের কাছে হারে ভারত। জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ম্যাচ জিতে সিরিজ পকেটে ভরেছে টিম ইন্ডিয়া। তবে ২০২৩ এর ডিসেম্বরের আগে আর টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে না ভারতীয় দলকে। ২৬-৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের শেষ টেস্ট ম্যাচ খেলবে রোহিত বিগ্রেড। তবে সামনে লড়াই দীর্ঘ। আছে আইসিসির ৫০ ওভারের বিশ্বকাপ, এশিয়া কাপ সহ অন্যান্য বিদেশ সফর। একবার দেখে নেওয়া যাক জুলাই থেকে ডিসেম্বর ভারতীয় ক্রিকেট দলের ক্রীড়াসুচিঃ-
টিম ইন্ডিয়ার ক্রিকেট সূচি [জুলাই-ডিসেম্বর (২০২৩)]
ভারত-ওয়েস্ট ইন্ডিজ – ৩টি একদিনের ম্যাচ
ভারত-ওয়েস্ট ইন্ডিজ – ৫টি টি-২০
ভারত-আয়ার্ল্যান্ড – ৩টি টি-২০
এশিয়া কাপ ২০২৩ (সেপ্টেম্বর)
ওডিআই বিশ্বকাপ ২০২৩ – (অক্টোবর-নভেম্বর)
ভারত-দক্ষিণ আফ্রিকা – ৩টি টি-২০
ভারত-দক্ষিণ আফ্রিকা – ৩টি একদিনের ম্যাচ
ভারত-দক্ষিণ আফ্রিকা – ১টি টেস্ট (প্রোটিয়াদের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে খেলবে ভারত। তার প্রথম টেস্টটি হবে ২৬-৩০ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট ৩-৭ জানুয়ারি ২০২৪)
২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর এশিয়ান গেমসে ক্রিকেটের ম্যাচগুলি হবে।