Gukesh: বিশ্বজয়ী গুকেশকে ৫ কোটি আর্থিক পুরস্কারের ঘোষণা মুখ্যমন্ত্রীর, গত ২৪ ঘণ্টার কত রোজগার বিশ্বচ্যাম্পিয়নের!

মাত্র ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়েসে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছেন চেন্নাইয়ের ডি গুকেশ। বিশ্বনাথান আনন্দের পর গুকেশেই দাবায় ভারতের দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন। আনন্দ ও গুকেশ-দুজনেই তামিলনাড়ুর দাবাড়ু।

D Gukesh. (Photo Credits:X)

মাত্র ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়েসে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছেন চেন্নাইয়ের ডি গুকেশ (D Gukesh)। বিশ্বনাথান আনন্দের পর গুকেশেই দাবায় ভারতের দ্বিতীয় বিশ্ব চ্যাম্পিয়ন। আনন্দ ও গুকেশ-দুজনেই তামিলনাড়ুর দাবাড়ু। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জেতা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার নজিরও এখন গুকেশের। আর রাজ্যের সেই বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ুকে ৫ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। গুকেশকে তামিলনাড়ু তথা দেশের গর্ব বলে অ্যাখা দিয়েছেন স্ট্যালিন। গুকেশের জন্য বড় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে তামিলনাড়ু সরকার।

প্রসঙ্গত, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে খেতাব জেতায় প্রাইজ মানি হিসেবে ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা পেয়েছেন চেন্নাইয়ের ১৮ বছরের দাবাড়ু। নিশ্চিতভাবেই এরপর গুকেশের জন্য কর্পোরেট সংস্থারা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে পেতো মোটা অর্থ খরচ করবেন। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই চারটি সংস্থা গুকেশকে বিজ্ঞাপনের জন্য সই করতে যোগাযোগ করেছে।

গুকেশেকে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার তামিলনাড়ুর

রাষ্ট্রপতি দৌপ্রদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজয়ী গুকেশকে অভিনন্দন জানিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, গুকেশের বিশ্বজয় শুধু দাবার ইতিহাসেই তার নামটি খোদাই করেনি, বরং লক্ষ লক্ষ তরুণ মনকে বড় স্বপ্ন দেখতে এবং শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য অনুপ্রাণিত করেছে।

প্রসঙ্গত, গতকাল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেন-কে অবিশ্বাস্য খেলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জেতেন গুকেশ। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আনন্দে গুকেশের কান্না গোটা দুনিয়ার হৃদয় জেতে। ২০১৩ সালে বিশ্বনাথন আনন্দ তাঁর পঞ্চম ও দাবার শেষ বিশ্বখেতাবটি জিতেছিলেন। ১১ বছর পর দাবার বিশ্বখেতাব ভারতে আনলেন গুকেশ।